Also read in

শিলচর মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে দুর্নীতি রুখতে বিভিন্ন সংস্থা একশন কমিটি গড়ছে

শিলচর মেডিকেল কলেজ ব্লাড ব্যাঙ্কের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় কমিটির আহ্বানে গর্জে উঠলো বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। বিগত কয়েক বছর ধরেই মেডিকেল কলেজ ব্লাড ব্যাঙ্কের এই অবমাননা সহ্য করে আসছেন শিলচর তথা বরাক উপত্যকা সহ বহিবরাক থেকে আগত রোগী ও তাদের পরিবারের সদস্যরা।
এনিয়ে বহুবার সোচ্চার হয়েছেন বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম। বরাক উপত্যকার সকল সাংসদ, বিধায়ক, প্রশাসক ও স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের স্মারকলিপিও প্রদান করেছেন তারা। হয়েছে বৈঠক বেশ কবারই। কিন্তু এখন পর্যন্ত তার কোন সমাধান নেই বরং দিন দিন বেরেই চলেছে রক্ত নিয়ে দুর্নীতির খেলা। আর নয়, এবার মাঠে নামার পালা।

এক বৃহত্তর আন্দোলনের অভিষেক ঘটে গত ১লা আগস্ট। সেদিন শিলচরের এক অভিজাত হোটেলে ফোরামের কেন্দ্রীয় কমিটির ব্যাবস্থাপনায় এক সভার আয়োজন করা হয়। তাদের ডাকে সাড়া দিয়ে কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা থেকে মোট ৩৪টি সংগঠন এই সভায় যোগ দেন। ফোরামের কেন্দ্রীয় কমিটির উপ-সভাপতি জয় বড়দিয়ার পৌরহিত্যে সেদিনের সভায় উপস্থিত সবাই মেডিকেল কলেজ ব্লাড ব্যাঙ্কের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হন এবং কি করে এর থেকে রেহাই পাওয়া যায়, কিভাবে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যায় তা নিয়ে বিশদ আলোচনা করা হয়। শুরুতেই সভার উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক করুণাময় পাল সবাইকে একজোট হয়ে আন্দোলনে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান।

ফোরামের পক্ষ থেকে বক্তব্য রাখেন কাছাড় জেলার সভাপতি ডা. মনোজ কুমার পাল, সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত, হাইলাকান্দি জেলার উপ-সভাপতি রঞ্জিত ঘোষ, সাধারণ সম্পাদক সূদর্শন ভট্টাচার্য, মহিলা শাখার সভানেত্রী সিক্তা পাল, ফোরামের কেন্দ্রীয় কমিটির উপ-সভাপতি মাধমী শর্মা, যুগ্ম সম্পাদক শঙ্কর চৌধুরী, কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ। রূপম সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পাল, দক্ষিণ আসাম সম্মিলিত অখণ্ড সংগঠনের উপ-সভাপতি নবেন্দু নাথ, হিউম্যান সাইন্স ফোরামের কমল চক্রবর্তী, বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের জয়দীপ ভট্টাচার্য, অয়িরিদ্ধি ফাউন্ডেশনের রিতমঅর্ঘ্য ভট্টাচার্য, অল মেডিকেল সেইলস পিপল এসোসিয়েশনের মিঠুন রায়, সেবা ভারতীর অভিজিৎ নাথ, থ্যালাসেমিয়া সোসাইটির রীনা নাথ, কাছাড় ডিস্ট্রিক্ট ডিস্ট্রিবিউটার এসোসিয়েশনের নন্দদুলাল সাহা, ইন্টারনেশনেল হিউমেন রাইটস কাউন্সিলের অনুপ দত্ত , লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের তাপস সাহা, লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারের শিবম দাস, এসো বলির দেবস্মিতা বিশ্বাস প্রমুখ এই আন্দোলনকে সার্থক করতে সুপরামর্শ দেন।

সবশেষে সর্বসম্মতিক্রমে বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষে সব্যসাচী রুদ্রগুপ্ত ও অন্যান্য সংগঠনের পক্ষে নিখিল পালকে যুগ্ম আহ্বায়ক মনোনীত করে ৩৫ সদস্য বিশিষ্ট আন্দোলন পরিচালনার উদ্দেশ্যে একটি এ্যকশেন কমিটি গঠন করা হয়। এই কমিটি পর্যায়ক্রমে আন্দোলনের বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করবে।

Comments are closed.

error: Content is protected !!