হৃজয় দাস কানুনগো ও আর ডি রায় নিয়ে এলেন 'তুমার মায়ে আমারে বালা পায়না' এক নতুন ধরনের উপস্থাপনায়
নব্বইয়ের দশকের সিলেটি তরুণ এমন খুব কমই আছেন যিনি ‘তুমার মায়ে আমারে বালা পায় না’ এই খাস সিলেটি গানটির সাথে সাথে তাল ঠুকেননি। হানি সিং এবং আকনের জনপ্রিয়তার অনেক আগেই উত্তর-পূর্বাঞ্চলে এই বাংলা গানটি তার যাদুকরী প্রভাব ফেলেছিল সিলেটি শ্রোতার কানে। হৃজয় দাস কানুনগো যাকে সবাই শ্যামলদা হিসেবে জানে এবং আর ডি রায় এই জনপ্রিয় গানটিকে নতুন শব্দ আঙ্গিকে রিমেক করে আজ ওদের মিডিয়া প্লাটফর্মে প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমগুলিতে ইতিমধ্যে এই গানটি প্রশংসিত হচ্ছে।
এই গানের মিউজিক ভিডিওটি শুরু হচ্ছে শ্যামলদার চিরাচরিত হাস্যকৌতুকের মাধ্যমে, যেখানে ফটিকের মা তার ছেলে ফটিককে নষ্ট করার জন্য দোষারোপ করছেন। তারপরই আর ডি রায় ফ্রেমে এসে যাচ্ছেন এবং এখান থেকেই নতুন ধরনের সৃষ্টির প্রয়াস। শুরুতে পুরনো গানটির সুবাস বজায় রাখলেও দ্বিতীয় পর্যায়ে শব্দ এবং ধ্বনি দুটো নিয়েই এক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। “একটা গানকে রিমিক্স করার চেয়ে নতুন একটা গান সৃষ্টি করা আমার কাছে অনেক সহজ”, বললেন কানুনগো। রিমেক করতে হলে আপনাকে কিছু বাধ্যবাধকতা মেনে চলতে হবে এবং কিছু সীমাবদ্ধতাও আছে। আমার নিজের গান হলে আমি খেয়াল খুশিমতো এটাকে সাজিয়ে নিতে পারি”।
এই মিউজিক ভিডিওটি বানানোর জন্য মাত্র তিন দিন সময় হাতে ছিল। শুভজিৎ দাস, যিনি মুম্বাইতে সিনেমাটোগ্রাফি নিয়ে কাজ করেন, তিন দিনের ছুটি কাটাতে শিলচর এসে কিছু একটা করতে উৎসুক হয়ে হৃজয়কে ফোন করলেন। হৃজয় জানালেন,”আমি ওকে আর ডি রায়কেও সঙ্গে নেওয়ার জন্য বললাম। আর ডি রায় এগুলো নিয়ে অনেক কাজ করেছে এবং ওরা একে অন্যকে ভালোভাবেই জানে। এই ভাবেই আমরা তিনজন একত্র হলাম; এই গানটা গাওয়ার ব্যাপারে সিদ্ধান্তটা আর ডি রায়ই নিয়েছিল”।
Some stills from the music video
শুভজিৎ তিনদিনের মধ্যেই মুম্বাই ফিরে যাবে, তাই দুদিনেই আমরা পুরো ভিডিও শুটিং সম্পন্ন করলাম, অডিও রেকর্ডিং একদিনে হলো। আমি গানের মধ্যে আমার অংশটা নিজেই লিখলাম আর আর ডি ওর অংশটা”, জানালেন কানুনগো।
শুভজিৎ মুম্বাই ফিরে গিয়ে পোস্ট প্রোডাকশনের কাজটা সম্পন্ন করছেন। গানটা যদিও পুরনো একটা জনপ্রিয় গানের রিমেক কিন্তু ভিডিওটা একেবারেই নতুন আঙ্গিকে সৃষ্টি করা হয়েছে। সিনেমাটোগ্রাফিতে ফেসবুক লাইভ, সেলফি ক্যামেরা এবং আরো আধুনিক প্রক্রিয়া ব্যবহার করে আকর্ষণীয় করে তোলা হয়েছে। এটা শুনা-দেখার পর অনেকেই চাইবেন শুভজিৎ শিলচরে এসে এ ধরনের আরো পরিবেশনা আমাদেরকে উপহার দিন। অনুপম রায়ের সাক্ষাৎকার এবং ‘তুমার মায়ে আমারে বালা পায় না’ শিলচরের ডিজিটাল দুনিয়ায় এক মজাদার পরিবর্তন আনতে চলেছে।
Watch the video here:
https://youtu.be/Ct05G9lVstc
Comments are closed.