আগাম জামিন নিলেন মেডিক্যাল কলেজের পূর্বতন অধ্যক্ষা শিল্পী রানী বর্মন,এ এস বৈশ্যের আবেদন খারিজ
শিলচর মেডিক্যাল কলেজ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার এড়াতে আগাম জামিন নিলেন ডাঃ শিল্পী রানী বর্মন। গতকাল জেলা জজ আদালতে আগাম জামিনের আবেদন করেন তিনি। মেডিক্যাল কলেজে দুর্নীতি কাণ্ডে দায়ের করা মামলায় আগের অধ্যক্ষা ডাক্তার শিল্পী রানী বর্মনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল পুলিশ। তাই গ্রেফতার হওয়ার আশঙ্কায় শুক্রবার জেলা জজ কোর্টে জামিনের আবেদন করেন তিনি। জেলা জজ আদালতের বিচারক তার জামিনের আবেদন মঞ্জুর করেছেন। এখানে উল্লেখ করা যায়, ডাক্তার শিল্পী রানী বর্মন শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বদলি হওয়ার পর বর্তমানে বরপেটা ফখরুদ্দিন আলি আহমেদ হাসপাতালে অধ্যক্ষ পদে রয়েছেন।
অপরদিকে, দুবার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে জামিন খারিজ হওয়ার পর জেলা জজ আদালতে বর্তমানে বরখাস্ত শিলচর মেডিক্যাল কলেজের সুপারিনটেনডেন্ট ডা: অনিন্দ্য সুন্দর বৈশ্যের জামিনের জন্য আবেদন করেন তার আইনজীবী। মামলার সিডি পর্যালোচনা করে সেই জামিনের আবেদন খারিজ করে দেন জেলা জজ। তাই ডক্টর অনিন্দ্য সুন্দর বৈশ্যকে এখনো জেল হাজতে থাকতে হচ্ছে।
এখানে উল্লেখ্য, শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে দুর্নীতির অভিযোগ অনেক দিনের। অভিযোগ রয়েছে বিশেষ করে মেডিক্যাল কলেজের খাদ্য বিভাগে, ব্লাড ব্যাংক বিভাগে এবং অফিসের ক্যাশ সেকশনে । ইতিমধ্যে ডক্টর বৈশ্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং শিল্পী রানী বর্মনকে বদলি করা হয়েছে। অভিযোগ রয়েছে ডাক্তার অখিল ভট্টাচার্য সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। তদন্তে অভিযুক্ত হওয়ার আশঙ্কায় ইতিমধ্যেই ডাঃ অখিল ভট্টাচার্য্য আগাম জামিন নিয়েছেন।
Comments are closed.