Also read in

ঘুমন্ত মেয়ের শরীরে আগুন দিয়ে পলাতক মাতাল বাবা

ঘুমন্ত মেয়ের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিল বাবা, ঘটনাটি দুধপাতিল পঞ্চম খন্ডের নাথপাড়া এলাকায়। বর্তমানে অগ্নিদগ্ধ মেয়েটি মৃত্যুর সঙ্গে লড়াই করছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় শুয়ে। গতকাল মেয়ের মা জ্যোৎস্না নাথ মালুগ্রাম পুলিশ ফাঁড়িতে দায়ের করেছেন এজাহার।

এজাহারের বয়ান অনুযায়ী, এই ঘটনায় অভিযুক্ত পিতা তুষার কান্তি নাথ সোমবার রাত ১১ টা নাগাদ ঘুমন্ত মেয়ে পারমিতা নাথের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন, এতে পারমিতার শরীরের প্রায় ৭০ শতাংশ ঝলসে গেছে বলে জানা গেছে। পাশেই শুয়ে ছিল অন্য মেয়ে, চিৎকার-চেঁচামেচিতে ছুটে আসেন মা জ্যোৎস্না নাথ; দৌড়ে আসে পাড়া-প্রতিবেশীরাও। তবে মদ্যপ তুষার কান্তি নাথ পালিয়ে যেতে সক্ষম হয়।

জ্যোৎস্না নাথ পুলিশকে জানিয়েছেন, স্বামী তুষার কোন কাজকর্ম করে না, প্রায়ই মদ্যপান করে সে বাড়িতে উৎপাত করে থাকে। মেয়ে এবং নিজে একটি দোকান চালিয়ে সংসার ব্যয় নির্বাহ করেন। ঐদিন ও মদ্যপানের জন্য টাকা চাইলে মেয়ে দিতে রাজি হয়নি, তবুও কোথা থেকে মদ্যপান করে এসে রাত ১১ টা নাগাদ মেয়ের শরীরে আগুন ধরিয়ে দেয়।

এই ঘটনার পরই গা ঢাকা দিয়েছে তুষার কান্তি নাথ ; পুলিশি তদন্ত চলছে। তবে, এখন পর্যন্ত গ্রেফতারের কোন খবর নেই।

Comments are closed.

error: Content is protected !!