Also read in

কালাইন পেট্রোল পাম্পে অঘটন; ডিজেল নিতে এসে খুন করল উপজাতি যুবক।

গত শনিবার রাত প্রায় ১১ টায় কালাইন কাঠিয়া বাবা পেট্রোলপাম্পে অজ্ঞাত পরিচয় ব্যক্তির গুলিতে এক ট্রাক চালক ঘটনাস্থলেই নিহত হন। শিলচর কালাইন রোডে ধূমকর নামক স্থানে এই পেট্রোল পাম্পটি অবস্থিত। ঘটনার পরই শিলচর থেকে ছুটে আসেন এসপি রাকেশ রৌশন সহ পুলিশের অন্যান্য কর্তাব্যক্তিরা।

ঘটনার বিবরণে প্রকাশ তিনজন লোক বড় একটা গেলন নিয়ে ২৫ লিটার ডিজেল ক্রয় করে। পাম্পের কর্মী ক্যাশমেমো লিখে দিলে ওই লোক গুলো টাকা না দিয়ে পকেট থেকে পিস্তল বের করে ধরে, সেই সময় কিছুটা ধস্তাধস্তি হয়। পাশেই অনেকক্ষণ ধরে বসে ছিলেন শ্রীকান্ত ধর নামে এক লরি চালক। দুষ্কৃতীরা উত্তেজিত হয়ে হঠাৎ তার দিকে তাক করে পরপর দুই রাউন্ড গুলি চালায়। দুটো গুলিই তার গায়ে লাগে এবং তিনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। এই অবস্থায় প্রায় একঘণ্টা ঐখানেই পড়েছিলেন তিনি। পরে পুলিশ এসে তাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
পাম্প কর্মী মনোজ দাস জানিয়েছেন যে প্রতিদিনের মতো এই দিনও রাত দশটায় পাম্প বন্ধ করে দেওয়া হয়, কিন্তু প্রায় দশটা চল্লিশ নাগাদ তিনজন উপজাতি লোক এসে জ্বালানি দেওয়ার জন্য চাপাচাপি করে তাই বাধ্য হয়ে তাদেরকে ২৫ লিটার ডিজেল দেওয়া হয়। টাকা দেওয়ার পরিবর্তে লোকগুলো পকেট থেকে পিস্তল বের করে। “অবস্থা বেগতিক দেখে আমি কোনক্রমে কাউন্টারের দরজা লাগিয়ে দিতে সক্ষম হই।এরপরেই এই রক্তারক্তি কাণ্ড ঘটে।”
ময়নাতদন্তের পর মৃত ব্যক্তির দেহ তার পরিবারের কাছে সমঝে দেওয়া হয়। শ্রীকান্তের বাড়ি বাজারি ছড়ায়, তবে তিনি কালাইনে ভাড়া বাড়িতে থাকতেন ।
এই তিন উপজাতি যুবকের সঠিক পরিচয় জানা যায় নি।
খবরে প্রকাশ যে এই ঘটনায় এক উপজাতি যুবককে গ্রেফতার করা হয়েছে। যুবকটির নাম রেটরি মার বলে জানা গেছে। ঘটনার তদন্ত চলছে।

Comments are closed.