
প্রকাশ্য রাজপথে দোকান কর্মীর উপর দুষ্কৃতী হামলা, ব্যবস্থা নিতে এসপিকে বললেন সুস্মিতা
শহরের কেন্দ্রস্থলে গোল দিঘি মলের সামনে হামলার শিকার হলেন সৈদপুর তৃতীয় খন্ডের যুবক আক্তার হোসেন লস্কর। ঘটনাটি ঘটে শুক্রবার রাত দশটা নাগাদ। গোপালগঞ্জের ‘পাঞ্জাবি ফ্যাশন’-এর কর্মী আক্তার কাজ শেষে বাড়ি যাবার জন্য রওয়ানা হয়ে পায়ে হেঁটে গোলদিঘি মলের সামনে আসার সাথে সাথে চার-পাঁচ জনের একদল যুবক তার পথ আটকে দেয়। তারপর অতর্কিতভাবে তার ওপর চড়াও হয় এবং নাকে মুখে ঘুষি চালিয়ে দেয়। আক্তার ঘটনার বিবরণ তুলে ধরে বলেন গোল দিঘি মলের সামনে আসার পর উল্টো দিক থেকে আসা যুবক দলের মধ্যে একজন তার মুখে ঘষে চালিয়ে দেয়। তিনি তাড়াতাড়ি অটো ধরতে প্রেমতলা পয়েন্টে এসে অটোতে উঠতে গেলে তারা আবার মারপিট শুরু করে। আশে পাশে কয়েকজন লোক ছিলেন, কিন্তু কেউ তার সাহায্যে এগিয়ে আসেননি। ঘটনার খবর পেয়ে পরিচিত লোকেরা এসে পৌঁছান এবং সদর থানায় মামলা দায়ের করেন।
এদিকে, এই ঘটনার খবর পেয়ে মুম্বাই থেকে সংসদ সুস্মিতা দেব পুলিশ সুপার মুগ্ধজ্যোতি দেব মহন্তের সঙ্গে কথা বলে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে এই ঘটনায় জড়িত সন্দেহে সুভাষ নগরের রাজু মালাকার নামক এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে সদর থানার পুলিশ।
নিরীহ যুবককে বিনা কারণে এই ধরনের প্রহারে শহর জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ধর্মীয় পরিচয় জেনে নিয়ে তারপর এই ধরনের নিগ্রহ করার ঘটনা প্রায়ই ঘটছে বলে অভিযোগ জানিয়েছেন অনেকে।
Comments are closed.