শুক্রবার চেন্নাই থেকে বদরপুর পৌঁছাচ্ছে শ্রমিক এক্সপ্রেস ; করিমগঞ্জের যাত্রী ৭৫, কাছাড়ের ৩
চেন্নাই থেকে রওযয়ানা হয়ে শ্রমিক এক্সপ্রেস ট্রেনটি শুক্রবার বদরপুর রেল স্টেশনে পৌঁছাচ্ছে। চেন্নাই থেকে মিজোরামের ভৈরবী গামী বিশেষ ট্রেনটিতে বরাক উপত্যকার ৭৮ জন শ্রমিক যাত্রী রয়েছেন । তন্মধ্যে করিমগঞ্জ জেলার ৭৫ এবং কাছাড় জেলার ৩ জন যাত্রী রয়েছেন বলে হাইলাকান্দি জেলা প্রশাসন সুত্রে জানা গেছে ।
এদিকে হাইলাকান্দি জেলা প্রশাসন জেলায় যাত্রীদের চলাচল সহজতর করার লক্ষ্যে বদরপুর রেল স্টেশনে জেলার পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের দিয়ে একটি অভ্যন্তরীণ যাত্রী সুবিধা কেন্দ্র স্থাপন করেছেন ।সেখানে প্রত্যেক যাত্রীর স্ক্রিনিং করা,হবে। স্ক্রিনিংয়ের পর, যাত্রীদেরকে জেলা প্রশাসনের বাসে করে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন সেন্টারে,নিয়ে আসা হবে ।
অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা হাইলাকান্দি জেলার যাত্রীরা আগামীদিনে জেলায় ফেরার জোর সম্ভাবনা রয়েছে।। দেশের বিভিন্ন স্থানে আটকে থাকা জেলায় ফিরতে প্রত্যাশীদের কথা মাথায় রেখে প্রশাসন বিদ্যালয় ও কলেজগুলিতে অতিরিক্ত কোয়ারান্টাইন সেন্টার স্থাপন করে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে।। তাছাড়া জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড গুলোকে, আর ও শক্তিশালী করে তোলা হচ্ছে।
জেলা উপায়ুক্ত এমএন দাহাল আলগাপুর কলেজকে কোয়ারেন্টাইন সেন্টারে রূপান্তর করতে বৃহস্পতিবার সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এদিন তিনি মোহনপুর সিএইচসি এবং আলগাপুর মডেল হাসপাতাল ও পরিদর্শন করেন।। কলেজ ও হাসপাতালে ১৪ দিনের জন্য অভ্যন্তরীণ লোকদের পৃথকীকরণের ব্যবস্থা ও তিনি পরিদর্শন করেন। সহকারী কমিশনার পরীক্ষিত ফুকন জানান , দক্ষিণ আসামে ট্রেন চলাচলকারী যাত্রীদের তালিকায় থাকা ব্যক্তিদের উপর দৃষ্টি রাখা হচ্ছে। ফুকন জানান, বুধবার রাতে রাজধানী এক্সপ্রেস যেটা গুয়াহাটি পৌঁছেছে সেই ট্রেনে এই জেলা থেকে কোনও যাত্রী যাতায়াত করেনি ।
Comments are closed.