শিলচর-সৌরাষ্ট্র মহাসড়ক কি অটল বিহারি বাজপেয়ী মার্গ হতে চলেছে?
শিলচর-সৌরাষ্ট্র মহাসড়ক কি অটল বিহারি বাজপেয়ী মার্গ হতে চলেছে?
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর স্বপ্নের শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের নাম পাল্টে রাখা হতে পারে অটল বিহারি বাজপেয়ি মার্গ । এমনটাই রাজ্য সরকারের কাছ থেকে প্রস্তাব যাচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাড়কাড়ির কাছে।
অটল বিহারীজির প্রয়াণের পর থেকেই মহাসড়কের নাম পাল্টে উনার নামে করার দাবি জোরদার হচ্ছে। সম্প্রতি বঙ্গ ভবনে আয়োজিত বাজপেয়ীজির স্মরণসভায় দল মত নির্বিশেষে সকলেই মহাসড়ককে উনার নামে উদ্দেশ্যে উৎসর্গ করার প্রস্তাব রাখেন। তাই, রাজ্য সরকার ও এই নিয়ে চিন্তা-ভাবনা করতে শুরু করেছে।
গতকাল সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে এমনটাই জানালেন রাজ্যের বন ও পরিবেশমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য । রাজ্য সরকারের তরফ থেকে খুব শিগগিরই কেন্দ্রীয় ভূতল পরিবহন মন্ত্রী নীতিন গাড়কাড়ির কাছে এই প্রস্তাব পাঠানো হবে।
শুক্লবৈদ্য আরো জানান যে, তিনি দুই-একদিনের মধ্যেই মহাসড়ক পরিদর্শনে যাচ্ছেন। এন এইচআইডিসিএল এর কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠকে বসবেন । মহাসড়কের কাজে গতি আনতে প্রতিবন্ধকতা কোথায় সেটাও বোঝার চেষ্টা করবেন কর্মকর্তাদের কাছ থেকে। এ ব্যাপারে রাজ্য সরকারের পক্ষ থেকে কোন সাহায্য প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা করা হবে বলে মন্ত্রী আশ্বাস দেন । তিনি আরো বলেন মহাসড়কের কাজ চলছে, তবে কিছু অংশে সমস্যা রয়ে গেছে। অভয়ারণ্য এলাকায় ইতিমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে। পূর্ত মন্ত্রী থাকাকালীন তিনি নিয়মিত খবরা-খবর রাখছিলেন। অতি সম্প্রতি জেলা বিজেপি সভাপতি কৌশিক রাইকে নিয়ে তিনি হাফলং যাচ্ছেন, এই সফরে মহাসড়কের সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
অতি শীঘ্র মহাসড়কের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করে উদ্বোধনী অনুষ্ঠানে এই নামকরণ করলে প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন হবে বলে জনগণ মনে করছেন।
Comments are closed.