Also read in

ঘরে বসে ওষুধ পেতে পারেন, সঙ্গে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়,দায়িত্বে মেড অনলাইন

এই মুহূর্তে বাড়ির বাইরে পা রাখা খুবই ঝুঁকিপূর্ণ। করোনা আক্রান্ত এ পৃথিবীটা এখন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছে এবং এই মহামারীর হাত থেকে সারা বিশ্ব কবে পর্যন্ত মুক্ত হবে তা এখনও কারোর জানা নেই। যতদিন পর্যন্ত ভ্যাকসিন তৈরি না হচ্ছে ততদিন পর্যন্ত এই ধ্বংসযজ্ঞ চলবে, পরিস্থিতি ভয়াবহ থাকবে।

দেশজুড়ে জনগণ এখন বাড়ি থেকে কেনাকাটা করছেন। এমনকি সরকার পর্যন্ত হোম ডেলিভারির এই ভাবনাকে প্রোৎসাহিত করছে, এ বিষয়ে প্রচার করছে। মুদিখানার জিনিস কিংবা অন্যান্য প্রয়োজনীয় জিনিসের জন্য সবাই ঘরে বসেই আনাতে পারেন, কিন্তু অত্যন্ত জরুরী ওষুধের ব্যাপারে কি করবেন? যদিও এর মধ্যেই ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে অনলাইনে অনেকে ওষুধের অর্ডার দিচ্ছেন, কিন্তু লজিস্টিক্যাল ইস্যুর জন্য সরবরাহ করতে কিছুদিন সময় লাগবে।

তবে শিলচর বাসীর এ নিয়ে আর চিন্তার কোন কারণ নেই। “মেড অনলাইন” প্রয়োজনীয় ওষুধগুলো আপনার দোরগোড়ায় পৌঁছে দিয়ে আপনার চাহিদা পূরণের সমাধান নিয়ে এসেছে।

মেড অনলাইন থেকে ওষুধপত্র কেনার সুবিধা গুলো হচ্ছে;

ভিড় থেকে দূরে থাকা

ওষুধের ক্ষেত্রে ২৫ % পর্যন্ত ছাড়

বিনামূল্যে দ্রুত হোম ডেলিভারি।

মেড অনলাইনের সঙ্গে যোগাযোগের নম্বর ৬০০০৫৬৮৭৮৭ ।

এই অ্যাপটি গুগল প্লে স্টোরে উপলভ্য রয়েছে অর্থাৎ গুগল প্লে স্টোর থেকে সবাই এই অ্যাপটি পেয়ে যাবেন।

অম্বিকাপট্টিতে অবস্থিত এই রিটেল ফার্মাসি আপনার টাকার সাশ্রয় করে দরজায় পৌঁছে দেবে আপনার প্রয়োজনীয় ওষুধ গুলো। তবে কেউ ইচ্ছে করলে অম্বিকাপট্টিতে অবস্থিত রিটেল স্টোরে গিয়েও ওষুধ কিনতে পারেন।

মেড অনলাইন ‘এমআরপি’তে এক নিশ্চিত ছাড় দিচ্ছে। কিছু ক্ষেত্রে এই হার ২৫ শতাংশ পর্যন্ত যেতে পারে। সুতরাং অনলাইন থেকে ওষুধ অর্ডার করলে একদিকে যেমন কেউ ভিড় থেকে দূরে থাকতে পারবেন, যা এখন অত্যন্ত প্রয়োজন, তেমনি অর্থ সাশ্রয়ও হতে পারে।

এক্ষেত্রে একটি নিখুঁত উদাহরণ হচ্ছে, ভারতের প্রধানমন্ত্রীর ভারতীয়দের প্রতি ‘ভোকাল ফর লোকাল’ হওয়ার আহ্বান। এটিও একটি লোকাল স্টার্ট-আপ, যা আপনাকে ঘরে বসে ওষুধ পাওয়ার সুযোগ করে দিচ্ছে, সেই সঙ্গে এক বিশাল সমস্যার সমাধান করে দিচ্ছে।

তাছাড়া শিলচর অম্বিকাপট্টিতে (শিব মন্দিরের পাশে) অবস্থিত মেড অনলাইন রিটেল স্টোরে সরাসরি ওষুধ ক্রয় করতে পারেন এবং ‘এমআরপি’র উপর ২৫ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন।

Comments are closed.