শিলচরের সম্রাট বাইক দুর্ঘটনায় প্রাণ হারালো হাইলাকান্দির লালাছড়ায়
হাইলাকান্দির লালাছড়া এলাকায় সোমবার দুপুরে এক সড়ক দুর্ঘটনায় শিলচরের এক বাইক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।। নিহত বাইক চালক যুবকের নাম সম্রাট দূষাদ (১৮)। বাড়ি শিলচর কাঠাল বাগানের জাইপরপুরে ।। দূর্ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে লালার লালাছড়া বিলাইপুর সড়কের হরিনছড়া এলাকায়।।
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বেলা প্রায় একটা নাগাদ বিলাইপুর থেকে বুলেট বাইক নিয়ে শিলচর ফিরছিলেন সম্রাট দূষাদ ও প্রতাপ দূষাদ।। লালাছড়া বিলাইপুর সড়কের মধ্যবর্তী হরিনছড়া এলাকায় আচমকা একটি দ্রুতগামী ম্যাজিক ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের বুলেট বাইকের ।। বাইক সহ ছিটকে পড়েন তারা ।। ঘটনাস্থলে মৃত্যু হয় সম্রাট দূষাদের।।। গুরুতর জখম হন আরোহী প্রতাপ দূষাদ।। স্থানীয় জনসাধারন দ্রুত ছুটে এসে আহত প্রতাপকে লালা হাসপাতালে প্রেরণ করেন।।
এদিকে দূর্ঘটনার খবর পেয়ে বিলাইপুর ফাঁড়ির ইনচার্জ বিজয় গোস্বামীর নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে নিহত যুবক সম্রাট দূষাদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতালে প্রেরণ করে।
Comments are closed.