কলেজিয়েট স্কুলের শিক্ষক করোনা পজিটিভ, "তিনি অসুস্থ অবস্থায় ক্লাসে আসেন নি," বললেন অধ্যক্ষা
করোনা পরিস্থিতি ধীরে ধীরে গত বছরের মতোই জোরালো আকার নিচ্ছে। এবার শিলচর কলেজিয়েট স্কুলের শিক্ষক বিশ্বজিৎ চক্রবর্তী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কলেজের অধ্যক্ষা মন্দিরা দাসগুপ্ত খবরের সত্যতা স্বীকার করেছেন। তবে বিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আক্রান্ত শিক্ষক সম্প্রতি ক্লাসে আসেন নি, ফলে কোনও ছাত্রের সঙ্গে তার সংস্পর্শ হওয়ার সম্ভাবনা নেই।
অধ্যক্ষা বলেন, “বিশ্বজিৎ চক্রবর্তী আক্রান্ত হওয়ার পর শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। তার সঙ্গে আমাদের কথা হয়েছে এবং তিনি অসুস্থ অবস্থায় বিদ্যালয় আসেননি এটা পরিষ্কার। তবে আমরা কোনওভাবেই খামতি রাখতে চাইনা। প্রয়োজনে বিদ্যালয় স্যানিটাইজ করা হবে। আমরা এব্যাপারে প্রশাসনকে জানিয়ে দিয়েছি, তাদের সঙ্গে আলোচনা হওয়ার পরই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”
সম্প্রতি রামানুজ গুপ্ত জুনিয়র কলেজের এক ছাত্র পজিটিভ হয়েছিল, তবে সে অন্যদের সংস্পর্শে না আসায় সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দেয়নি। বিভিন্ন বিদ্যালয়ে পরীক্ষা এবং কিছু কিছু ক্ষেত্রে ক্লাস চলছে। সংক্রমণ সংখ্যা ধীরে ধীরে বাড়লেও সরকারের তরফে এখনও কোনও পরিষ্কার সিদ্ধান্ত নেওয়া হয়নি।
স্বাস্থ্যমন্ত্রী সম্প্রতি ইঙ্গিত দিয়েছিলেন বিহুর পর তারা কিছু সিদ্ধান্ত নিতে চলেছেন। হয়তো আগামী সপ্তাহে সরকারের পক্ষ থেকে বিশেষ কিছু নির্দেশ আসবে। তবে এর আগে যদি এভাবেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-শিক্ষক পজিটিভ হতে থাকেন, তাহলে পড়াশোনার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
Comments are closed.