নুরুদ্দিনের খেতাব ধরে রাখতে ব্যর্থ শিলচর, রিজার্ভ ডে তে দুরন্ত ক্রিকেট দিয়ে চ্যাম্পিয়ন ডিব্রুগড়
Silchar had a great opportunity to become champion twice in a row. But Pritam Dasra failed to use that opportunity. Silchar could not retain the Nooruddin Trophy senior inter-district cricket title. Dibrugarh pulled off a resounding win on the Reserve Day on Tuesday after three consecutive days of rain. Although the match was a draw, Dibrugarh became the champion due to the lead of the first innings.
This four-day final match started on June 30. However, except for the first day, not a single ball was played for the remaining three days due to rain. Three days in a row are lost. As a result, the match was made on the reserve day. Dibrugarh’s score at stamps on the first day was 218 for eight. Dibrugarh started playing from there on reserve day today. Their first innings ended on 239 runs. Silchar’s elephant spinner Rahul Singh took four wickets. Skipper Pritam took two.
শিলচর দল আজকের দিনটা কাটিয়ে দিতে পারলেই হয়ে যেত। তখন উভয় দলকে যুগ্ম বিজয়ী ঘোষণা করা হতো। তবে ডিব্রুগড়ের দুরন্ত বোলিং অ্যাটাকের সামনে দাঁড়াতেই পারেনি শিলচরের ব্যাটিং লাইনআপ। ১৭৫ রানে অলআউট হয়ে যায় তারা। ৭০ ওভারে। দিনের খেলা শেষ হতে তখনো বাকি ছিল আরো ১৬ ওভার। দলটার ব্যাটিংয়ে বেশ গভীরতা থাকলেও মূলত চারজনের উপরই নির্ভরশীল ছিল শিলচর। সেমিফাইনালের পর ফাইনালেও যেন সেই কথাটাই প্রমাণিত হলো।
খাতা খোলার আগেই ওপেনার মানস গগৈ কে ফিরিয়ে শিলচর কে প্রথম ধাক্কা টা দেন সুনীল লাচিত। এরপর সেমিফাইনালে দুই সেঞ্চুরিয়ান পারভেজ মোশারফ ও সুনজো ব্রহ্ম ইনিংস মেরামতের কাজে হাত লাগান। দুজনেই খুব সুন্দর খেলছিলেন। তবে বড় শট হাকাতে গিয়ে নিজের বিপদ থেকে আনেন মোশারফ (৩৩)। তখনো এক প্রান্তে দারুন ছন্দে ছিলেন সুনজো। অভিষেক ঠাকুরির সঙ্গে ছুটি বেঁধে দলকে ভালো একটা অবস্থানে পৌঁছে দেবার চেষ্টায় ছিলেন তিনি। একটা সময় দুই উইকেটে ১০২ রান ছিল শিলচরের স্কোর। তবে দুরন্ত এক হাফ সেঞ্চুরি করে ফিরে যান সুনজো (৫৫)। কিছু সময়ের মধ্যেই শিলচরের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১১০। ফিরে যান অভিষেক ঠাকুরি (১৪) ও রসোন টপনো (৬)। এরপর অমন সিং (৬) ও সমীক দাস ( ০ ) কোন কামাল করতে পারেননি। শমীকের পর অধিনায়ক প্রীতম ও খাতা খোলার আগেই ফিরে যান। শিলচর তখন ৮ উইকেটে ১২৬ রানে দাঁড়িয়ে।
At that time, it seemed that Silchar would be lost from the fight very easily. But Amit Yadav and Aman Chhetri fought hard for the ninth wicket. Both took 22 over wickets. He added 46 runs. Once again, Amit batted under pressure. He remained unbeaten on 46 runs. Aman Chhetri got out after scoring 10 runs. Dibrugarh’s left-arm spinner Nishant Singhania took 6 wickets. His bowling analysis was 23-9-43-6. Mokhtar Hossain took two.
Comments are closed.