শিলচর-ধর্মনগর যাত্রীবাহী ট্রেন পরিষেবা আবার চালু হচ্ছে ৪ জানুয়ারি থেকে, শিলচর থেকে ছাড়বে প্রতি মঙ্গল ও শুক্রবার সাড়ে পাঁচটায়
২০২০ সালের মার্চ মাসে কোভিড সংক্রমণের পর প্রথমবারের মতো, শিলচর – ধর্মনগর যাত্রীবাহী ট্রেন পরিষেবা শুরু হতে চলেছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে ঘোষণা করেছে যে শিলচর-ধর্মনগর যাত্রী পরিষেবা ৪ জানুয়ারি থেকে পুনরায় চালু করা হবে।
ট্রেনটি শিলচর রেলওয়ে স্টেশন থেকে প্রতি মঙ্গল ও শুক্রবার ধর্মনগরের উদ্দেশ্যে যাত্রা করবে। ট্রেনটি শিলচর থেকে ৫-৩০ মিনিটে ছেড়ে ১০-৩৫ মিনিটে ধর্মনগর পৌঁছাবে। যাত্রাপথে এটি বদরপুর, নিউ করিমগঞ্জ, করিমগঞ্জ, পাথারকান্দি, চুড়াইবাড়ি ধর্মনগরে সহ অন্যান্য রেলস্টেশনে থামবে।
একইভাবে, ধর্মনগর থেকে যাত্রীবাহী ট্রেনটি প্রতি বুধ ও শনিবার অর্থাৎ সপ্তাহে দুই বার বিকাল ৫-৩০ মিনিটে ছাড়বে। পরিষেবাগুলি ৫ জানুয়ারী, ২০২২ থেকে শুরু হবে।
স্বাভাবিকভাবেই এই ট্রেনটি প্রতিদিনের যাত্রী ও ব্যবসায়ীদের সাহায্য করবে। সড়ক পরিবহন ব্যয়বহুল হওয়ায় যাত্রীবাহী ট্রেনে চলাচলকারী ব্যবসায়ী ও নিত্যযাত্রীরা এতদিন সমস্যায় ছিলেন।
Comments are closed.