শিলচরের ক্রিকেটে একই দলে খেললেন পিতা-পুত্র সঞ্জীব-সঞ্জীবন
বিরল নজির বটে। মঞ্চটা আন্তর্জাতিক হোক অথবা ঘরোয়া, একই দলে দু’ভাইয়ের খেলার একাধিক নজির রয়েছে। শিলচরের ক্রিকেটেও একই দলে দুভাইয়ের খেলার একাধিক রেকর্ড রয়েছে। তবে একই দলে পিতা-পুত্রের একসঙ্গে খেলার নজির সত্যিকার অর্থে বিরল। মঙ্গলবার দ্বিতীয় ডিভিশন ক্রিকেটে এমনই এক বিরল নজিরের সাক্ষী থাকলো শিলচরের ক্রিকেট। এদিন ইন্ডিয়া ক্লাব মাঠে দেশবন্ধু স্পোর্টিংয়ের হয়ে মাঠে নামলেন সঞ্জীব রায় ও সঞ্জীবন রায়। সম্পর্কে এই দুজনেই পিতা-পুত্র।
সঞ্জীব ওরফে চিন্টু স্থানীয় ক্রিকেটে এক পরিচিত নাম। শুধু জেলার ক্রিকেট নয়, বরাক উপত্যকার ক্রিকেটের একসময় তারকা ছিলেন এই ডানহাতি পেস অলরাউন্ডার। খেলেছেন স্থানীয় সব বড় বড় ক্লাবে। জেলা দলের জার্সি গায়ে ও একাধিকবার প্রতিনিধিত্ব করেছেন। বিভিন্ন বয়স ভিত্তিক জেলা দলেও খেলেছেন চিন্টু। মূল স্রোতের একজন ক্রিকেটার হিসেবে অবসর নিলেও চুটিয়ে আম্পায়ারিং করে যাচ্ছেন এ সিএর প্যানেল আম্পায়ার সঞ্জীব। এর মধ্যেই মঙ্গলবার তিনি এমন কিছু করলেন যা অন্যদেরও দারুন প্রেরণা যোগাবে। এদিন ইন্ডিয়া ক্লাব মাঠে ছেলে সঞ্জীবন এর সঙ্গে দেশবন্ধু স্পোর্টিংয়ের হয়ে মাঠে নামেন তিনি। এমন একটি মুহূর্ত কে জয় দিয়ে স্মরণীয় করে রাখলেন সঞ্জীব ও সঞ্জীবন। উদয়ন সংঘের বিরুদ্ধে পিতা ও পুত্র দুজনেই গুরুত্বপূর্ণ অবদান রাখলেন। দুজনেই দখল করলেন একটি করে উইকেট।
কাকতালীয় বিষয় হচ্ছে, শেষবার ২০০৬ সালে ইন্ডিয়া ক্লাবের হয়ে খেলেছিলেন সঞ্জীব রায়। সে বছরই পুত্র সঞ্জীবন এর জন্ম হয়েছিল। ১৬ বছর পর ইন্ডিয়া ক্লাব মাঠে পিতা-পুত্র একসঙ্গে মাঠে নামলেন। আশা করা যায়, সঞ্জীব ও সঞ্জীবন এর এই দৃষ্টান্ত অন্যদেরও উৎসাহ যোগাবে।
Comments are closed.