
২০২২-২৩ ক্রিকেট মরশুম থেকে শিলচরে খেলা হবে নতুন নিয়মে। সে অনুযায়ী একটি দলে পাঁচ জনের বেশি ভিন জেলার ক্রিকেটার খেলতে পারবেন না। মোট ২২ জনের রেজিস্ট্রেশন করতে পারবে একটি ক্লাব। তার মধ্যে সর্বাধিক পাঁচ জন থাকতে পারবে ভিন জেলার ক্রিকেটার। প্রথম এগারো তেও পাঁচজনের বেশি ভিন জেলার ক্রিকেটার খেলানো যাবে না। এতদিন এ নিয়ে কোন নিয়ম ছিল না। ছিলনা কোন গাইডলাইন। ফলে ক্লাবগুলি ইচ্ছেমতো ভিন জেলার ক্রিকেটার দলে নিতে পারত। তবে আগামী মরশুম থেকে এমনটা আর করতে পারবে না ক্লাবগুলি। শিলচর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট শাখার প্রস্তাবে সিলমোহর দিয়েছে গভর্নিং বডি। ফলে আগামী মরশুম থেকে শুরু হচ্ছে নতুন নিয়ম। সেইসঙ্গে আরো দুটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পাশ হয়েছে জিবি বৈঠকে। প্রথমটি হচ্ছে, আগামী মরশুম থেকে থাকবে না মেডিকেল ক্লিয়ারেন্স। এছাড়া, ‘ফ্রেশ’ খেলোয়াড় বলেও কিছু থাকবে না। আগামী মরশুম থেকে ফ্রেশ খেলোয়াড়কে আন্ত:জেলা ক্লিয়ারেন্স করেই আসতে হবে।
সোমবারের জিবি বৈঠকে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্লেয়ারস ওয়েলফেয়ার ফান্ডের পর এবার গঠন করা হয়েছে ক্লাব ডেভেলপমেন্ট ফান্ড। জেলা ক্রীড়া সংস্থার সচিব বিজেন্দ্র প্রসাদ সিংয়ের ভাষায়, এটা এক ঐতিহাসিক সিদ্ধান্ত। এর ফলে লাভবান হবে স্থানীয় ক্লাবগুলি। ইতিমধ্যে সংস্থার কাছে আর্থিক সাহায্য চেয়ে লিখিত আবেদন জানিয়েছিল ১২টি ক্লাব। এই সবকটা ক্লাবকেই আর্থিক সাহায্য দিচ্ছে সংস্থা। ছটি করে মোট দুই ভাগে ভাগ করা হয়েছে এই ক্লাবগুলিকে। সে অনুসারে জাতীয় ব্যায়াম বিদ্যালয়, টাউন ক্লাব, বিবিসি, কল্লোল সংঘ, রুপম এবং বিজয়ী সংঘ কে ২৫ হাজার করে আর্থিক সাহায্য দেওয়া হবে। এছাড়া পরিকাঠামো তথা আরো অন্যান্য প্রয়োজনের জন্য ইউনাইটেড ক্লাব, পি ডব্লু ডিএসি, ত্রিবেণী ক্লাব, পূবালী ক্লাব, শিলচর ফুটবল একাডেমি এবং গভর্নমেন্ট বয়েজ স্কুল কে পঞ্চাশ হাজার করে দিবে সংস্থা।
আরো একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, দু বছর আগে ‘চলো মাঠে যাই’ অনুষ্ঠান দারুন ছাড়া ফেলেছিল। তবে করোনার জন্য গত দু’বছর এর আয়োজন করা যায়নি। এবার অর্থাৎ আগামী ১২ জানুয়ারি ফের এই অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে শিলচর জেলা ক্রীড়া সংস্থা। এছাড়াও এদিনের জিবি বৈঠকে আরো বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২১-২২ মরশুমের একাউন্টস অনুমোদিত হয়েছে। এবার সেই অ্যাকাউন্টস যাবে অডিটে। তারপর দ্বিবার্ষিক সাধারণ সভায়।
Comments are closed.