Also read in

ছাত্রদের মধ্যে টিটি প্রমোট করতে বিশেষ ক্যাম্প শিলচর ডি এস এর, শুরু হচ্ছে বার্ষিক ইন্ডোর স্পোর্টস

ছাত্রছাত্রীদের মধ্যে টেবিল টেনিস প্রমোট করতে এক বিশেষ কোচিং ক্যাম্প আয়োজন করতে যাচ্ছে শিলচর জেলা ক্রীড়া সংস্থা। আগামী ১৯ মার্চ থেকে ২৩ মার্চ সংস্থার টেবিল টেনিস একাডেমীতে বসবে এই বেসিক পেট্রিকেল টিটি ট্রেনিং ক্যাম্পের আসর। সংস্থার সচিব বিজেন্দ্র প্রসাদ সিং জানান, বিকেল ৫ টা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত চলবে এই বিশেষ ক্যাম্প।

শিলচর ডি এস এ তে নিয়মিতভাবে টিটি কোচিং চলছে। এতে চার বছর থেকে ১৬ বছর পর্যন্ত প্রশিক্ষার্থীদের কোচিং দিচ্ছেন দুজন আই টি টি এফ ও পি টি টি লেভেল ওয়ান কোচ। বিশেষ ক্যাম্পে ছাত্র-ছাত্রীদের পাঠানোর জন্য স্কুলগুলিতে চিঠি দিয়ে আর্জি জানিয়েছে শিলচর জেলা ক্রীড়া সংস্থা।

এদিকে, শিলচর ডি এস এ র ইন্ডোর ক্রীড়া আগামী ২০-২৯ মার্চ অনুষ্ঠিত হবে। এর অধীনে গীতিকা চৌধুরী স্মৃতি ব্যাডমিন্টন অনুষ্ঠিত হবে ২০-২৪ মার্চ । কৃপাময় রায় স্মৃতি টেবিল টেনিস প্রতিযোগিতার আসর বসবে ২৭-২৯ মার্চ। ব্যাডমিন্টন ইন্ডোর হলে। ২০ মার্চ ব্যাডমিন্টনের উদ্বোধন হবে বিকেল চারটায়।২৪ তারিখ সমাপ্তি অনুষ্ঠান হবে সন্ধ্যা ৭টায়। এতে অনূর্ধ্ব ১১,১৩,১৫,১৭ ছেলে ও মেয়েদের প্রতিযোগিতা হবে। একইভাবে কৃপাময় টেবিল টেনিসের উদ্বোধন হবে ২৭ মার্চ বিকেলে ৪ টায় । সমাপ্তি অনুষ্ঠান ২৯ মার্চ সন্ধ্যায় । দুটি ইভেন্টের আসর বসবে সতীন্দ্র মোহন দেব স্টেডিয়ামের ইন্ডোরে। ফিকচার কমিটির প্রধান হিসেবে উত্তম চৌধুরী ও প্রবীর দাসকে নিয়োগ করা হয়েছে। ফিকচার একদিন আগেই নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেওয়া হবে।

Comments are closed.

error: Content is protected !!