
এবার অনূর্ধ্ব১৬ আন্তঃস্কুল ক্রিকেট লিগ করাচ্ছে শিলচর ডি এস এ
তৃণমূল স্তর থেকে খেলোয়াড় তুলে আনতে এবার অনূর্ধ্ব ১৬ আন্তঃস্কুল ক্রিকেট লিগ আয়োজন করবে শিলচর জেলা ক্রীড়া সংস্থা। আগামী ১৬ এপ্রিল থেকে স্থানীয় সতীন্দ্র মোহন দেব স্টেডিয়ামে বসবে এর আসর।
উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এই মুহূর্তে ডি এস এ আয়োজিত বৈদ্যনাথ নাথ স্মৃতি অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের আসরে চলছে। এরইমধ্যে এবার আরো একটি আন্তঃস্কুল ক্রিকেট লিগ চালু করার সিদ্ধান্ত নিল সংস্থা। ডি এস এর ইতিহাসের একই মরশুমে টানা দুটি আন্তঃস্কুল ক্রিকেট লিগ আয়োজন খুবই বিরল ঘটনা।
অনূর্ধ্ব ১৬ আন্তঃস্কুল ক্রিকেটে মোট ১২ টি দল অংশ নিয়েছে। স্পন্সর হিসেবে এগিয়ে এসেছে নিউ অক্সফর্ড হাই স্কুল। ডি এস এর ইতিহাসে এই প্রথম কোন স্কুল স্পনসরশিপে এগিয়ে এলো। সংস্থার সচিব বিজেন্দ্র প্রসাদ সিং জানান, এই টুর্নামেন্টটি তৃণমূল স্তর থেকে আরও খেলোয়াড় তুলে আনতে সাহায্য করবে। এর বাজেট ধরা হয়েছে ৫০ হাজার টাকা। এই খরচ বহন করবে স্পনসর নিউ অক্সফর্ড স্কুল। তবে বাকি যা খরচ হবে, তা সংস্থা নিজের তহবিল থেকে দেবে।
সংস্থার ক্রিকেট সচিব নিরঞ্জন দাস জানান, প্রত্যেক বছরই আন্তঃস্কুল ক্রিকেটের পর তারা টুর্নামেন্ট এর থেকে বাছাই করা খেলোয়ারদের নিয়ে ক্যাম্প আয়োজন করে থাকেন। তবে এবার করোনা আতঙ্কের জন্য সেটা সম্ভব হচ্ছে না। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ট্রফিসহ দশ হাজার টাকা। রানার আপরা পাবে ট্রফিসহ পাঁচ হাজার টাকা। এছাড়াও থাকছে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার। টুর্ণামেন্টে প্রতিটি ম্যাচ খেলা হবে কুড়ি ওভারের।
খেলা হবে লিগ কাম নকআউট ভিত্তিতে। মোট ৪ গ্রুপে তিনটি করে দল থাকবে। গ্রুপ লীগ শেষে চার গ্রুপের সেরা চারটি দল সেমিফাইনালের টিকিট আদায় করবে।
সংস্থার সচিব বিজেন্দ্র জানান, সংস্থা চেষ্টা করবে যাতে আগামী বছর এই টুর্নামেন্টের আয়োজন করা যায়। যদি এমনটা হয় থাকে তাহলে বৈদ্যনাথ নাথ ক্রিকেট আন্তঃস্কুল টুর্নামেন্টটি অনূর্ধ্ব ১৩ অথবা অনূর্ধ্ব ১৪ আসরে আয়োজন করার পরিকল্পনা করতে পারে সংস্থা। এতে স্থানীয় ক্রিকেট আরও লাভবান হবে।
Comments are closed.