রাজু দাস কে প্লেয়ার্স ওয়েলফেয়ার ফান্ড থেকে দশ হাজার দিল শিলচর ডি এস এ
জেলা দলের তারকা ক্রিকেটার রাজু দাস কে প্লেয়ারস ওয়েলফেয়ার ফান্ড থেকে দশ হাজার টাকার আর্থিক সাহায্য দিল শিলচর জেলা ক্রীড়া সংস্থা। শুক্রবার রাজুর একাউন্টে ডি এস এর পক্ষ থেকে এই টাকা ট্রান্সফার করা হয়েছে। এই মুহূর্তে রাজু পাটনায় রয়েছেন। কদিন আগেই তার কাঁধে অস্ত্রোপচার হয়েছে। তবে আর্থিক সমস্যা থাকায় রাজু কঠিন পরিস্থিতিতে ছিলেন। তার কাঁধের সেলাই এখনো কাটা হয়নি। খুব সম্ভবত আগামী ৩১ আগস্ট সেলাই করতে পারেন চিকিৎসকরা। তবে হাতের টাকা ফুরিয়ে আশায় প্রচন্ড দুশ্চিন্তায় ছিলেন শিলচরের তারকা ক্রিকেটার। এমন কঠিন সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল শিলচর জেলা ক্রীড়া সংস্থা।
এনিয়ে রাজু দাস এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ধন্যবাদ ডি এস এ কে। বিশেষ করে সচিব বাদশা দা (বিজেন্দ্র প্রসাদ সিং) কে ধন্যবাদ জানাই। আমার অ্যাকাউন্ট প্রায় খালি হয়ে আসছিল। এমন সময়ে এই দশ হাজার টাকা পেলাম।’
বরাক বুলেটিন ই সবার আগে রাজু দাসের করুন আর্থিক অবস্থার কথা তুলে ধরেছিল। আর্থিক সমস্যার জন্য কাঠের চিকিৎসায় যে তাকে প্রচন্ড সমস্যায় পড়তে হচ্ছিল, তা নিয়ে ও রিপোর্ট করেছিল বরাক বুলেটিন। সেইসঙ্গে চিকিৎসার অর্থ জোগাড় করতে রাজুকে তার প্রিয় স্কুটি বিক্রি করতে হয়েছিল, সেটাও তুলে ধরা হয়েছিল।
আসলে চিকিৎসার জন্য পাটনায় যাবার আগেই শিলচর জেলা ক্রীড়া সংস্থার কাছে আর্থিক সাহায্য চেয়ে একটা চিঠি দিয়েছিলেন রাজু দাস। সংস্থার সচিব বিজেন্দ্র প্রসাদ সিংই তাকে এমন টা করতে বলেছিলেন। ডিএস এর প্লেয়ারস ওয়েলফেয়ার ফান্ড এর কিছু নিয়ম-নীতি রয়েছে। সেই অনুসারে বিজেন্দ্র একা কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। সংস্থার শীর্ষ ছয় কর্তার অনুমোদন ছাড়া কাউকেই প্লেয়ারস ওয়েলফেয়ার ফান্ড থেকে আর্থিক সাহায্য করা যাবে না। এটাই নিয়ম। সেই অনুসারে রাজুর বিষয়টি নিয়ে সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন সচিব বিজেন্দ্র।
তিনি বলেন, ‘দেখুন, প্লেয়ার্স ওয়েলফেয়ার ফান্ড গঠন করার সময় আমরা কিছু নিয়ম-নীতি তৈরি করেছিলাম। সেই অনুসারে আর্থিক সমস্যা থাকা কাউকে সাহায্য করার জন্য সংস্থার শীর্ষ ছয় কর্তার অনুমোদন পেতে হবে। তখনই এই ফান্ড থেকে একজন কে আর্থিক সাহায্য করা যাবে। আর এটাতো আমার একার সিদ্ধান্ত হতে পারে না। তাই আমি রাজুকে বলেছিলাম ওর চিকিৎসার নথিপত্র জমা দিয়ে সংস্থা য় একটা চিঠি দেওয়ার জন্য। আমরা একটা প্রক্রিয়া অনুসারে কাজ করে থাকি। আর সেই প্রক্রিয়া অনুসারেই সমস্ত নিয়ম মেনে রাজুকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে।’
Comments are closed.