Also read in

শিলচর ডিএস এতে হবে ইন্ডোর ক্রিকেট স্টেডিয়াম, সিদ্ধান্ত এ সি এর এপেক্স কাউন্সিলের বৈঠকে, শীঘ্রই আসছে প্রতিনিধিদল

শিলচর ডিএস এতে ক্রিকেট ইনডোর স্টেডিয়াম বানাবে অসম ক্রিকেট সংস্থা (এ সি এ)। এর জন্য শীঘ্রই শিলচরে আসবে এ সি এর এক প্রতিনিধি দল। এসিএর এপেক্স কাউন্সিলের বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসলে অনেকদিন আগেই এসি এর পক্ষ থেকে বলা হয়েছিল শিলচর ডিএস এতে তারা একটা ক্রিকেট ইনডোর স্টেডিয়াম তৈরি করবে। সে অনুযায়ী এপেক্স কাউন্সিলের বৈঠকে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

শিলচর জেলা ক্রীড়া সংস্থার সচিব বিজেন্দ্র প্রসাদ সিং জানান, এ সি এর এপেক্স কাউন্সিলের বৈঠকে উপস্থিত ছিলেন সংস্থার প্রাক্তন আম্পায়ার সচিব তথা জেনারেল কাউন্সিল মেম্বার হারান দাস। রাজ্যের অন্যতম সিনিয়র আম্পায়ারও তিনি। হারান দাসই এসি এর সিদ্ধান্তের কথা জানান ডি এস এ সচিব বিজেন্দ্র কে।

এপেক্স কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্রিকেট ইন্ডোর স্টেডিয়াম এর জন্য খুব শীঘ্রই এক প্রতিনিধি দল কে শিলচরে পাঠানো হবে। সেই প্রতিনিধি দল সবকিছু খতিয়ে দেখে বাজেট তৈরি করবে। কোথায় হবে সেই ইনডোর স্টেডিয়াম, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সেই প্রতিনিধিদল। বিজেন্দ্র জানান, এই মুহূর্তে দুটো বিকল্প রয়েছে। এক, নতুন স্থান নির্ধারণ করে সেখানে ক্রিকেট ইনডোর স্টেডিয়াম তৈরি করা। দুই, শিলচর জেলা ক্রীড়া সংস্থার যে ক্রিকেট ইনডোর উইকেট এর ব্যবস্থা রয়েছে সেটাকে ভেঙ্গে নতুন করে গড়ে তোলা। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এ সি এর প্রতিনিধিদল। সংস্থার সচিব আরো জানান, এই ইন্ডোর স্টেডিয়াম গড়ে তুলতে শিলচর ডি এস একে কোনো টাকা দিতে হবে না।

এ সি এর এপেক্স কাউন্সিলের বৈঠকে আরো একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্লাব ডেভলপমেন্ট বোর্ড গঠন করা হয়েছে বৈঠকে। এই বোর্ডের সভাপতির দায়িত্বে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা হিমন্ত বিশ্ব শর্মা। সচিব দেবজিৎ শইকীয়া। কোষাধক্ষ্য পরীক্ষিত দত্ত। ওয়ার্কিং প্রেসিডেন্ট রমেন দত্ত। এছাড়াও এই কমিটিতে রয়েছেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোড়। ৬ টি জোন থেকে একজন করে প্রতিনিধি রয়েছেন সেই নবগঠিত বোর্ডে। সেই অনুসারে সাউর্দান আসাম জোনের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাবুল বাবু।

Comments are closed.

error: Content is protected !!