Also read in

প্রথমবার ক্লাব কাপের ফাইনাল রাউন্ড আয়োজনের দায়িত্ব পেল শিলচর

কয়েক মাস আগে শিলচর সফরে এসে অসম প্রিমিয়ার ক্লাব কাপের ফাইনাল রাউন্ড শিলচরে আয়োজন করার ইচ্ছে প্রকাশ করেছিলেন তৎকালীন এসিএস সচিব দেবজিত শইকিয়া। শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিকাঠামোর খুব প্রশংসাও করেছিলেন। তারপর থেকেই প্রথমবারের মতো ক্লাব কাপের ফাইনাল রাউন্ড আয়োজনের স্বপ্ন দেখছিল শিলচর। অবশেষে সেটাই সত্যি হতে যাচ্ছে। প্রথমবারের জন্য ক্লাব কাপের ফাইনাল রাউন্ড আয়োজনের দায়িত্ব পেল শিলচর ডি এস এ। আগামী ১০ মার্চ থেকে ২৭ মার্চ সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামে বসবে ক্লাব কাপের ফাইনাল রাউন্ডের আসর।
মোট বারোটি দল ফাইনাল রাউন্ডের যোগ্যতা অর্জন করেছে। ছয়টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। এ গ্রুপে রয়েছে শিলচর টাউন ক্লাব, তিনসুকিয়া টাউন ক্লাব, নির্বাণ স্পোর্টস ক্লাব, রেডিয়াল ক্লাব, বাড ক্রিকেট ক্লাব এবং টেঙ্গাপাড়া ক্রিকেট ক্লাব। বি গ্রুপে রয়েছে করিমগঞ্জের নেতাজী সুভাষ স্পোর্টস একাডেমী (এন এস এস এ), বি ডি এম টিসিসি, নাম্বর ক্লাব, ক্রিকেট ক্লাব অব ডিব্রুগড়, ক্লাব তিরঙ্গা এবং গোয়ালপাড়ার এভারগ্ৰিন ক্লাব।

উদ্বোধনী ম্যাচে তিনসুকিয়া টাউন ক্লাব খেলবে রেডিয়াল ক্লাবের বিরুদ্ধে। দিনের দ্বিতীয় ম্যাচে শিলচর টাউন ক্লাব খেলবে নির্ভানা স্পোর্টস ক্লাব এর বিরুদ্ধে। ফাইনাল রাউন্ডের সবকটা ম্যাচ হবে টি-টোয়েন্টি ফরমেটে।
করিমগঞ্জের এন এস এস এ তাদের প্রথম ম্যাচ খেলবে ১৮ মার্চ। এ গ্রুপের সবকটা ম্যাচ শেষ হবার পর ১৭ মার্চ থেকে শুরু হবে বি গ্রুপের খেলা। প্রতিদিন হবে দুটি করে ম্যাচ। সকালে প্রথম ম্যাচ শুরু হবে পৌনে নটায়। দ্বিতীয় ম্যাচ শুরু হবে পৌনে একটায়। দুটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে খেলা হবে সেমিফাইনাল। মেগা ফাইনাল ২৭ মার্চ।

উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, গুয়াহাটির বাড ক্রিকেট ক্লাবে খেলে থাকেন রাজ্যের বেশ কয়েকজন নামিদামি তারকা। ফলে এদের চোখের সামনে খেলতে দেখার সুযোগ পাবেন স্থানীয়রা প্রেমীরা। এদিকে, ফাইনাল রাউন্ডের দায়িত্ব পাওয়ার পর খুশি শিলচর জেলা ক্রীড়া সংস্থা। আসরকে সফল করে তুলতে কোনো ত্রুটি রাখতে চাইছে না টিম বিজেন্দ্র প্রসাদ সিং।

Comments are closed.