নিষ্ক্রিয়' থাকা কুড়িটি ক্লাব ও শিক্ষাপ্রতিষ্ঠানের সদস্য পদ ফিরিয়ে দিচ্ছে শিলচর ডি এস এ
‘একেবারে নিষ্ক্রিয় হয়ে থাকার জন্য ২০২১ সালের ২রা অক্টোবর জিবি বৈঠকে মোট কুড়িটি ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানকে নিজেদের সদস্য পদ থেকে ছাটাই করে দিয়েছিল শিলচর জেলা ক্রীড়া সংস্থা। তবে এবার সেই কুড়িটি ক্লাব ও শিক্ষাপ্রতিষ্ঠান কে শর্তসাপেক্ষে তাদের সদস্যপদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডি এস এ। জিবি বৈঠকে সর্বসম্মতি ক্রমে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শর্ত রাখা হয়েছে, আগামী দু’বছর এই কুড়িটি ক্লাব ও শিক্ষাপ্রতিষ্ঠানের পারফরম্যান্স খতিয়ে দেখা হবে। অর্থাৎ সংস্থার স্পোর্টস ইভেন্ট গুলিতে তারা কতটা অংশ নেয়, আদৌ অংশ নেয় কিনা, সে দিকে নজর রাখা হবে। যদি ফের এই কুড়িটি ক্লাব ও শিক্ষাপ্রতিষ্ঠান নিষ্ক্রিয় প্রমাণ হয় তাহলে কেড়ে নেওয়া হবে সদস্যপদ।
জিবি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অসম অলিম্পিক সংস্থার (এওএ) নির্দেশ অনুসারে ২০১৯ সালের তালিকা মেনেই হবে বিজিএম। সংবিধানে যেমন উল্লেখ রয়েছে লাইফ মেম্বারদের এক তৃতীয়াংশ ভোট দিতে পারবেন। সর্বাধিক ১৫ জন ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তার বেশি নয়। সম্মানিত লাইফ মেম্বাররা ভোট দিতে পারবেন না। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, শীঘ্রই বিজিএমে যাচ্ছে জেলা ক্রীড়া সংস্থা। তার আগে ঘর গুছিয়ে নিতে চাইছে ডি এস এ। সবকিছু ঠিকঠাক করে আবারো জিবি বৈঠক ডাকা হবে। সেই বৈঠকেই বি জিএম এর দিনক্ষণ চূড়ান্ত করা হবে।
জিবি বৈঠকে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে, স্টেডিয়াম চত্বরে থাকা জেসি ইন্টারন্যাশনালের ভাড়া বৃদ্ধি। ২০০৬ সালে জে এস সি ইন্টারন্যাশনালের কর্তৃপক্ষের সঙ্গে ডি এস এর ১৬ বছরের চুক্তি হয়েছিল। সেই অনুসারে ফার্স্ট ফ্লোর এর প্রতি স্কয়ার ফুটের ভাড়া ঠিক করা হয়েছিল তিন টাকা। গত বছর ৩১ অক্টোবর সেই চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এবার নতুন করে চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। জিবি তে সেটা পাস হয়েছে। নতুন চুক্তি অনুসারে জেসি ইন্টারন্যাশনালের ফার্স্ট ফ্লোরের প্রতি স্কয়ার ফুটের ভাড়া ধার্য করা হয়েছে ২৫ টাকা। ফাস্ট ফ্লরে রয়েছে ৮৫৯৪ স্কয়ার ফুট। নতুন চুক্তির জন্য তিন মাস সময় দেওয়া হবে জেসি ইন্টারন্যাশনালকে। চুক্তি না মানলে আগামীতে ডিএসএ সেটা নিজেদের হাতে তুলে নেবে।
Comments are closed.