আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে শিলচর ডি এস এর বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা। চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। এর আসর বসবে ডিএসএর ইনডোরে। সোমবার সংস্থার কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটা জানিয়েদিলেন ডি এস এর শীর্ষ কর্মকর্তারা। এবার প্রতিযোগিতার স্পন্সর করছেন রামেন্দু শেখর চৌধুরী। নিজের প্রয়াত মা- গীতিকা চৌধুরীর স্মৃতিতে এই টুর্নামেন্টের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন রামেন্দু বাবু।
সংস্থার সভাপতি বাবুল হোড় জানান, করোনাকালে স্পন্সর হিসেবে এগিয়ে আসার জন্য আমরা রামেন্দু বাবু কে ধন্যবাদ জানাই। সচিব বিজেন্দ্র প্রসাদ সিং বলেন, ‘গতবছর করোনার জন্য আমরা এই বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করতে পারিনি। তবে এবার আমরা আগামী ১৭ জানুয়ারি থেকে এর আয়োজন করছি।’ সংস্থার সচিব আরও বলেন, ‘ব্যক্তিগত সমস্যার জন্য শেষবারের টুর্নামেন্ট স্পন্সর সরে দাঁড়িয়েছেন। তবে এই কঠিন পরিস্থিতিতে রামেন্দু বাবু আমাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাই তাকে আমরা অশেষ ধন্যবাদ জানাই।’
সংস্থার ইনডোর সচিব সঞ্জু রায় বলেন, ‘খেলা হবে মোট সাতটি ক্যাটাগরিতে। টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য আগামী ১৫ জানুয়ারি রাত আটটা পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। এই প্রক্রিয়া শেষ হয়ে গেলে টুর্নামেন্ট শুরু হওয়ার এক দিন আগেই সূচি প্রকাশ করা হবে।’ শাখা সচিব আরও জানান, টুর্নামেন্টের ইনচার্জ এর দায়িত্ব থাকবেন প্রবীর দাস। প্রতিযোগিতায় ডি এস এর সদস্য ক্লাব, সংস্থা এবং স্কুলের ছাত্ররা অংশ নিতে পারবেন।
ডি এস এর কোষাধক্ষ্য অনিমেষ সেনগুপ্ত জানান, টুর্নামেন্ট পরিচালনার জন্য স্পন্সর ডিএস একে ১৫ হাজার টাকা দিচ্ছেন। যদিও টুর্নামেন্টের বাজেট এখনো তৈরি হয়নি। তবে মোটামুটি কুড়ি হাজার টাকার মধ্যেই থাকবে টুর্নামেন্টের বাজেট।
স্পনসর রামেন্দু বাবু বলেন, শিলচর ডিএসএস খেলাধুলার উন্নতির জন্য কাজ করে যাচ্ছে। তবে একজন ক্রীড়াপ্রেমী হিসেবে আমার মনে হয়েছে আমাদের দায়িত্ব নিতে হবে। আমার মা খেলাধুলা খুব ভালোবাসতেন। মাঝেমধ্যে ডি এস এ মাঠে আসতেন। তাই উনার স্মৃতি রক্ষার্থে এমন একটা টুর্ণামেন্টের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে।
Comments are closed.