Also read in

নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শিলচরে ক্রিকেট মরশুম

ফেস্টিভ সিজন শেষ। বাঙালির সবচেয়ে বড় দুর্গোৎসবের পর দিওয়ালিও শেষ হয়েছে। এবার পালা ক্রিকেট সিজনের। কাউন্ট ডাউন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। শিলচর জেলা ক্রীড়া সংস্থাও নতুন ক্রিকেট মরশুমের জন্য চূড়ান্ত প্রস্তুতি চালাচ্ছে। সবকিছু ঠিক থাকলে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই শুরু হয়ে যাবে ক্রিকেট মরশুম।

গতবছর ১৫ নভেম্বর থেকে শুরু হয়েছিল শিলচর ক্রিকেট মরশুম। তৃতীয় ডিভিশন ক্রিকেট দিয়ে। এবার সবকিছু ঠিক থাকলে ১০ থেকে ১৩ নভেম্বরের মধ্যে শুরু হবে মরশুম। এ ডিভিশন ক্রিকেট লিগ দিয়ে। ইতিমধ্যে এ ডিভিশন ক্রিকেট লিগের দলগুলোর সঙ্গে একটি বৈঠক ও সেরে ফেলেছে ডিএসএর ক্রিকেট ব্রাঞ্চ। তাতে নাকি প্রতিটি দলই সায় দিয়েছে।

এ ডিভিশন ক্রিকেট লিগ শুরু হবে সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামে। প্রথমে শোনা যাচ্ছিল ইন্ডিয়া ক্লাব মাঠেও ক্রিকেট মরশুমের ম্যাচ হবে। তবে এখনো ইন্ডিয়া ক্লাব মাঠের কাজ শেষ হয়নি। পিচ ও আউটফিল্ড এর কাজ বাকি। তাই মরশুম শুরু করার কিছু দিন পরই ইন্ডিয়া ক্লাব মাঠে ম্যাচ আয়োজন করতে পারবে শিলচর জেলা ক্রীড়া সংস্থা। এবার স্কুল ক্রিকেট সহ আরো কয়েকটি টুর্নামেন্ট ইন্ডিয়া ক্লাব মাঠে আয়োজন করার পরিকল্পনা করছে সংস্থা। এতে ডি এস এ মাঠের চাপ কমবে।

নতুন মরশুমের জন্য সতীন্দ্র মোহন দেব স্টেডিয়ামে মোট আটটি পিচ তৈরি করা হয়েছে। এরমধ্যে একটিতে শিলচর অনূর্ধ্ব ১৬ দল প্রস্তুতি ম্যাচ ও খেলে ফেলেছে। উইকেট গুলোতে শেষ তুলির টান দিচ্ছেন পিচকিউরেটর রাম বেহরা। দল গুলিও ইনডোর এবং আউটডোরে চুটিয়ে অনুশীলন করছে। সব মিলিয়ে ফেস্টিভ সিজনের পর এবার ক্রিকেট মরশুমের জন্য প্রস্তুত হচ্ছে শিলচর।

Comments are closed.