Also read in

মিলল না প্রশাসনের অনুমতি, রবিবার থেকে খুলছে না এস এম দেব স্টেডিয়ামের তালা

করোনাকালে মূলস্রোতে ফেরার লড়াইয়ে ধাক্কা খেলো শিলচর জেলা ক্রীড়া সংস্থা। জেলা প্রশাসনের অনুমতি না মেলায় রবিবার থেকে খুলছে না এস এম দেব স্টেডিয়াম। কদিন আগেই সংস্থার সচিব বিজেন্দ্র প্রসাদ সিং জানিয়েছিলেন, ১৮ জুলাই থেকে শুরু হবে সংস্থার আনলক প্রক্রিয়া। সে অনুসারে রবিবার থেকে শুরু হওয়ার কথা ছিল সংস্থার ক্রিকেট অ্যাকাডেমির প্রশিক্ষণ। সেইসঙ্গে প্রাতঃভ্রমণ তথা শরীরচর্চার জন্য ডি এস এ-র স্টেডিয়াম সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার কথা ছিল। সচিব জানিয়েছিলেন, সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত খোলা থাকবে স্টেডিয়ামে গেট। তবে এখন আর সেটা সম্ভব হচ্ছে না।

ক্রিকেট অ্যাকাডেমির ঊর্ধ্ব ১৪ প্রশিক্ষণ শুরু করার ব্যাপারে শনিবার সকালে আসাম ক্রিকেট সংস্থার ( এসিএ) সচিব দেবজিৎ শইকিয়ার সঙ্গে বিজেন্দ্র প্রসাদ সিংয়ের আলোচনা হয়। এসিএ-র পক্ষ থেকে অ্যাকাডেমি খোলার ব্যাপারে দেবজিৎ শইকীয়া ছাড়পত্র দিলেও পুরো বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের মতামত নেওয়ার পরামর্শ দেন। সে অনুসারে শিলচর ডিএসএ সচিব কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লির সঙ্গে বিষয়টি আলোচনা করেন। জেলাশাসক জানান, তিনি বিষয়টি নিয়ে দিসপুরের সঙ্গে কথা বলেছেন। এবং পরিস্থিতি বিবেচনা করে আপাতত স্টেডিয়াম খোলা বা অ্যাকাডেমির কোচিং শুরু করার পরিকল্পনা স্থগিত রাখার জন্য অনুরোধ করেন।

ফলে জেলাশাসকের পরামর্শ মেনে শিলচর জেলা ক্রীড়া সংস্থা রবিবার থেকে স্টেডিয়াম খোলা বা অ্যাকাডেমি চালু করার পরিকল্পনা আপাতত স্থগিত রাখছে। পরবর্তীতে জেলা প্রশাসনের সবুজ সংকেত পেলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থার সচিব বিজেন্দ্র।

এর ফলে মূলস্রোতে ফেরার পথে ধাক্কা খেলো শিলচর জেলা ক্রীড়া সংস্থা। স্থানীয় ক্রীড়ামহল আশায় ছিল, রবিবার থেকে স্টেডিয়ামের গেট খুললে স্বাভাবিক ছন্দে ফেরার লড়াইয়ে অনেকটাই এগিয়ে যাওয়া যাবে। সেই সঙ্গে ফের একবার খেলাধুলার একটা আবহ তৈরি হবে। ‌ সংস্থার গেট খোলার সঙ্গে জড়িয়ে ছিল ইনডোর গেমস এর ভবিষ্যৎ ও। কথা ছিল ক্রিকেট অ্যাকাডেমি চালু হবার পর চলতি মাসের শেষে পরিস্থিতি পর্যালোচনা করা হবে। যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে আগস্টের প্রথম সপ্তাহে ব্যাডমিন্টন ও টেবিল টেনিস অ্যাকাডেমীও চালু করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কিন্তু জেলা প্রশাসনের অনুমতি না মেলায় এবার আরও অপেক্ষা করতে হবে ক্রীড়াপ্রেমীদের।

Comments are closed.