Also read in

আন্ত:স্কুল ক্রিকেট নিয়ে ডি এস এর নতুন সিদ্ধান্ত, দুটি সেমিফাইনাল ও ফাইনাল হবে দু দিবসীয় ফরম্যাটে

 আন্ত:জেলা ক্রিকেটের জুনিয়র স্তরে এখন দুদিবসীয় ম্যাচের আয়োজন করছে অসম ক্রিকেট সংস্থা (এ সি এ)। প্রায় সবকটা টুর্নামেন্টই হচ্ছে দুদিবসীয় ফরমেটে। সেদিকে নজর রেখেই এক নতুন পরিকল্পনা হাতে নিল শিলচর জেলা সংস্থা। আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে ২২তম বৈদ্যনাথ নাথ স্মৃতি প্রাইজ মানি অনূর্ধ্ব ১৫ আন্ত স্কুল ক্রিকেট টুর্নামেন্ট।

গত দু’বছর করোনার আতঙ্কের মধ্যেই টি-টোয়েন্টি ফরমেটে স্কুল টুর্নামেন্টের আয়োজন করেছিল ডি এস এ। তবে এবার ওয়ানডে ফরম্যাটে টুর্নামেন্ট আয়োজন করবে তারা। খেলা হবে ২৫ ওভারের। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, আন্ত:জেলা ক্রিকেটের দিকে নজর রেখে এবছর স্কুল ক্রিকেটের দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচটি দুদিনের ফরম্যাটে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে ডি এস এ।

টুর্নামেন্টের সবকটা ম্যাচ হবে ইন্ডিয়া ক্লাব মাঠে। তবে দুটি সেমিফাইনাল ও ফাইনাল খেলা হতে পারে এস এম দেব স্টেডিয়ামে। গত দু বছরের তুলনায় এবার টুর্নামেন্টের প্রাইজ মানিও বাড়ানো হয়েছে। ‌২০০১ সাল থেকেই এই মর্যাদাসম্পন্ন টুর্নামেন্ট স্পন্সর করে আসছে যুগশঙ্খ পত্রিকা গোষ্ঠী। বরাক উপত্যকার ইতিহাসে প্রথম প্রাইজ মানি টুর্নামেন্ট এটা।

শিলচর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সচিব নিরঞ্জন দাস জানিয়েছেন, টুর্নামেন্ট থেকে খেলোয়াড় বাছাই করার জন্য চারজনের একটি কমিটি তৈরি করা হয়েছে। এতে রয়েছেন দেবেন শুক্লবৈদ্য, রঞ্জু চন্দ, দীপঙ্কর দেব এবং বিপ্লব শর্মা পুরকায়স্থ। টুর্নামেন্ট থেকে বাছাই করা প্রতিভাদের নিয়ে আগামীতে একটি ক্যাম্প আয়োজন করার পরিকল্পনাও রয়েছে সংস্থার।

Comments are closed.