ভাল সাড়া মিলছে ডি এস এর অনলাইন ক্রিকেট কোচিংয়ে
করোনার জেরে শিলচর জেলা ক্রীড়া সংস্থার সমস্ত খেলাধুলা বন্ধ রয়েছে। এই মুহূর্তে সংস্থার গেটে তালা ঝুলছে। এমন পরিস্থিতিতে খেলোয়াড়রা যাতে মানসিকভাবে চাঙ্গা থাকে সেজন্য অনলাইন কোচিং ক্লাস শুরু করেছে সংস্থার ক্রিকেট অ্যাকাডেমি। গত ৩০ মে থেকে শুরু হয়েছে এই অনলাইন ক্লাস।
গতবছর লকডাউন থাকাকালীনও এভাবে অনলাইন ক্লাসের আয়োজন করেছিল শিলচর ডি এস এ। এবারও পরিস্থিতির কথা বিচার করে একই পদক্ষেপ নিল সংস্থার ক্রিকেট শাখা। এখন পর্যন্ত এই অনলাইন ক্লাসে বেশ ভালই সাড়া মিলছে। সপ্তাহে তিন দিন এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে সংস্থা। রবি, বুধ এবং শনিবার সকালে হচ্ছে এই অনলাইন ক্লাস।
প্রথম দিন মোট ৩২জন প্রশিক্ষার্থী অনলাইন ক্লাসে অংশ নিয়েছিলেন। এরপর সপ্তাহের বাকী দুটি সেশনেও ভালো সংখ্যক প্রশিক্ষার্থী অংশ নিয়েছেন। সপ্তাহে তিন দিন দুটি সেশনে এই অনলাইন ক্লাস চলছে। প্রথম সেশন শুরু হয় সকাল সাড়ে সাতটায়। দ্বিতীয় টা সাড়ে আটটায়। দুটো আলাদা গ্রুপ করে দুটি সেশনে মোট চারটি গ্রুপকে প্রশিক্ষণ দিচ্ছেন অ্যাকাডেমির কোচেরা। অনলাইন ক্লাসে কোচিং দিচ্ছেন দেবজ্যোতি পাল, উত্তম রায় এবং শুভম দেব। টেকনিকেল কোচ হিসেবে রয়েছেন বিপ্লব শর্মা পুরকায়স্থ।
সংস্থার ক্রিকেট প্যাভিলিয়ন থেকেই এই অনলাইন ক্লাস নিচ্ছেন কোচরা। তবে শনিবার সকালে বৃষ্টির জন্য সেটা সম্ভব হয়নি। ফলে চারজন কোচ তাদের বাড়ি থেকেই ক্লাস নিয়েছেন। এই অনলাইন ক্লাসে ক্রিকেট এর বিভিন্ন টেকনিক্যাল দিক সহ ফিজিক্যাল টিপস ও দিচ্ছেন কোচেরা। ঘরের মধ্যেই হালকা ফিজিক্যাল করে কিভাবে নিজেকে ফিট রাখা যায়, সেটাও প্রশিক্ষার্থীদের বলে দিচ্ছেন তারা।
সংস্থার ক্রিকেট সচিব নিরঞ্জন দাস জানান, অনলাইন কোচিং এ বেশ ভাল সাড়া মিলছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা এই অনলাইন ক্লাস চালিয়ে যেতে আগ্রহী। তিনি বলেন, ‘খেলোয়াড়রা যাতে মানসিকভাবে ফিট থাকে সেজন্যই আমরা এই অনলাইন ক্লাসের আয়োজন করেছি। সপ্তাহে তিনদিন মোট দুটি করে সেশন চলছে। দুটি করে গ্ৰুপে বিভিন্ন এজ গ্রুপের খেলোয়াড়দের একসঙ্গে কোচিং দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা এটা চালিয়ে যেতে চাই।’ অনলাইন ক্লাসে খেলোয়াড়দের জোগিং, স্ট্রেচিং সহ বিভিন্ন ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ করানো হচ্ছে। নিরঞ্জন জানান, মাঠ থেকে দূরে থাকলেও খেলোয়াড়রা যাতে মানসিকভাবে ক্রিকেটের সঙ্গে জড়িত থাকে সেটাই এই অনলাইন ক্লাস এর মূল উদ্দেশ্য।
Comments are closed.