৫ এপ্রিল : গত মরশুমে করোনা মহামারির জন্য গোটা ফুটবল মরশুমই বাতিল হয়ে গিয়েছিল। আন্তঃক্লাব দলবদল সম্পূর্ণ হলেও একটি ফুটবল টুর্নামেন্টও আয়োজন করতে পারিনি শিলচর জেলা ক্রীড়া সংস্থা। তবে এবার সাময়িক প্রসঙ্গ প্রাইজমানি লিগ কাম নকআউট মহিলা ফুটবল দিয়ে মরশুম শুরু করতে যাচ্ছে শিলচর ডি এস এ। আগামী ৮ এপ্রিল থেকে শুরু হবে এই মহিলা ফুটবল। এর আসর বসবে শিলচর স্পোর্টিং মাঠে।
তবে মহিলা ফুটবল দিয়ে মরশুম শুরু করার কথা জানালেও আন্তঃক্লাব দলবদল প্রক্রিয়া আপাতত স্থগিত করে দিয়েছে সংস্থা। আগামী ৯, ১০ ও ১১ এপ্রিল আন্তঃক্লাব দলবদল হওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয় ক্লাব গুলি সংস্থার কাছে দলবদল এর দিন পিছিয়ে দেওয়ার আর্জি জানায়। আসলে গোটা দেশের সঙ্গে এ রাজ্যেও করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। এমন পরিস্থিতিতে দলবদল সম্পন্ন হয়ে গেলে খেলোয়াড়দের অগ্রিম চুক্তি টাকা দিতে হবে ক্লাব গুলিকে। তবে এরপর যদি করোনার জন্য টুর্নামেন্ট বাতিল হয়ে যায় তাহলে ক্লাবগুলির বিরাট আর্থিক ক্ষতি হয়ে যাবে। সেকথা বিচার করেই সংস্থাকে মৌখিকভাবে দলবদল এর দিনক্ষন পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিল ক্লাব গুলি। ডি এস এ এতে রাজি হয়েছে।
এদিকে, করোনা আতঙ্কের মাঝেই এক জমজমাট মহিলা ফুটবল প্রতিযোগিতা আয়োজন করার জন্য প্রস্তুত সংস্থা। এজন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সামরিক প্রসঙ্গ পত্রিকা গোষ্ঠী। মহিলা ফুটবলের উন্নতি ও প্রসারের জন্য ডি এস এর সঙ্গে একযোগে কাজ করছে সাময়িক প্রসঙ্গ। ২০০৬ সালে প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল এই মহিলা ফুটবল। গতবছর করোনার জন্য এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন কারণে এই প্রতিযোগিতা স্থগিত অথবা বাতিল হয়েছে। তা সত্ত্বেও কিন্তু এই অঞ্চলে মহিলা ফুটবল টুর্নামেন্টের ভালো জনপ্রিয়তা রয়েছে।
এবার মহিলা ফুটবল মোট পাঁচটি দল অংশ নিয়েছে। তবে সংস্থার ফুটবল সচিব বিকাশ দাস জানিয়েছেন, আরো একটি দল টুর্নামেন্টে অংশ নিতে ইচ্ছুক। টুর্নামেন্ট খেলা হবে লিগ কাম নকআউট পদ্ধতিতে। ১৩ এপ্রিল প্রতিযোগিতার ফাইনাল। চ্যাম্পিয়ন দল পাবে ট্রফিসহ ১০ হাজার টাকা। রানার আপ দল পাবে ট্রফিসহ ৫ টাকা। এছাড়াও থাকছে বেশ কিছু আকর্ষণীয় পুরস্কার।
Comments are closed.