'পোস্ট ডক্টরেট' অধ্যয়নের জন্য রোম বিশ্ববিদ্যালয়ে নিজের জায়গা করে নিলেন শিলচরের মেয়ে ডঃ বিনীতা নাথ
বরাক উপত্যকাবাসীকে গর্ববোধ করার মত সুন্দর এক মুহূর্ত উপহার দিলেন শিলচরের মেয়ে ডঃ বিনীতা নাথ। আইআইটি গুয়াহাটি’র গবেষক ডঃ নাথ ‘পোষ্ট ডক্টরেট’ স্টাডির জন্য রোম বিশ্ববিদ্যালয়ে (যা কিনা রোম সাপিয়েঞ্জা বিশ্ববিদ্যালয় হিসেবেও পরিচিত) ডাক পেয়েছেন।
ডক্টর নাথ এ বছরের নভেম্বর মাসে এই বিশ্ববিদ্যালয় এবং এর গবেষক দলে যোগদানের জন্য ইতালিতে উড়ে যাবেন। “মোশন অফ স্পার্ম সেলস ইন মাইক্রোচ্যানেলস” প্রকল্পটি নিয়ে ডক্টর নাথ গবেষণা করবেন। সেখানে পৌঁছানোর পরই আরো বিশদভাবে বিষয়টি নিয়ে জানতে পারবেন বলে ডঃ নাথ উল্লেখ করেন।
বিনীতা নাথ তার জীবনের অনেকগুলো বছর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ তখনকার ‘আরইসি’র কোয়ার্টারে কাটিয়েছেন। তিনি শিলচর হলিক্রস স্কুল থেকে শিক্ষা গ্রহণ করেন। পরে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন এবং এনআইটি তে যোগ দেন। সেখানে তিনি তার এমটেক সম্পূর্ণ করেন। এরপরই বিনীতা নাথ পিএইচডি করার জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে নিজের জায়গা করে নেন।বর্তমানে ডঃ বিনীতা নাথ ইউরোপের প্রাচীন কলেজিয়েট গবেষণা বিশ্ববিদ্যালয়ের অন্যতম রোম বিশ্ববিদ্যালয়ে যোগদান করছেন।
ডঃ নাথের এই কৃতিত্বে নিঃসন্দেহে বরাক উপত্যকার জনগণ গর্বিত। বিশেষভাবে এ প্রজন্মের মেয়েদের কাছে বিনীতা নাথ সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই এক অনুপ্রেরণা।
Comments are closed.