Also read in

১৪ দিন পর 'কনটেনমেন্ট জোন' থেকে মুক্ত হলো শিলচর কেন্দ্রীয় বিদ্যালয় এবং আশেপাশের এলাকা

শিলচর শহরের চাঁদমারি এলাকার কেন্দ্রীয় বিদ্যালয় এবং আশেপাশের এলাকাকে ‘কনটেনমেন্ট জোন’ থেকে মুক্ত ঘোষণা করা হলো গতকাল।

কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট তথা ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির চেয়ারপার্সন কীর্তি জাল্লি সোমবার এক আদেশ বলে এই ঘোষণা করেছেন। এর ফলে গত ২৫শে মে থেকে যে সমস্ত বিধি-নিষেধ আরোপ করা হয়েছিল, তা সরিয়ে দেওয়া হল। তবে জেলার অন্যান্য স্থানে বহাল থাকা বিভিন্ন বিধি-নিষেধ এই এলাকাতেও বলবৎ থাকবে বলে ওই আদেশে জানানো হয়েছে।

উল্লেখ্য, শিলচর দূরদর্শন স্টুডিও সংলগ্ন চাঁদমারি এলাকায় অবস্থিত কেন্দ্রীয় বিদ্যালয়ে গত ২৪শে মে কোয়ারান্টাইনে থাকা চারজন ব্যক্তির শরীরে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ার পর কেন্দ্রীয় বিদ্যালয় এবং আশেপাশের এলাকাকে কনটেনমেন্ট জোন ঘোষণা করেছিল কাছাড় জেলা প্রশাসন।

কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট কীর্তি জাল্লি স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়েছিল যে, কাজল হোসেন লস্কর (২৫) ভাগাবাজার, কাছাড় আসাম; মকবুল হোসেন (২১), সোনাই, কাছাড়, আসাম; আব্দুল মান্নান চৌধুরী (২১), চন্দ্রপুর, কাছাড়, আসাম; সেলিম উদ্দিন কাজি (২২), সিঙ্গিরবন্দ, কাছাড়, আসাম কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে কেন্দ্রীয় বিদ্যালয়, শিলচর (কোয়ারেন্টাইন সেন্টার) কে তাৎক্ষণিকভাবে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হল।

এই এলাকা কনটেনমেন্ট জোন মুক্ত ঘোষণা করায় স্থানীয় জনগণ স্বস্তি প্রকাশ করেছেন। এদিকে, শিলচর, সোনাই রোড, বিআরটিএফ ক্যাম্পের কাছে থাকা কনটেনমেন্ট জোন সংক্রান্ত বিধি নিষেধ ও প্রত্যাহার করার সংবাদ পাওয়া গেছে।

Comments are closed.