Also read in

বিধ্বংসী বন্যার বলি : ইটখলা স্বামীজী রোডে ভেসে উঠল মৃতদেহ

শিলচর শহরের ইটখলা এলাকায় ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। সুনীল দেব (৫১) নামে এক ব্যক্তিকে বন্যার জলে মৃত অবস্থায় পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে ইটখলার স্বামীজি রোডে যেখানে দেবের মরদেহ ভেসে ওঠে, বন্যার জলে ডুবে মৃত্যু হয়েছে বলে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। মৃত ব্যক্তি ডিআরডিএ অফিস এলাকার বাসিন্দা। পরে এনডিআরএফ দল উদ্ধার করে দেবের দেহ।

উল্লেখ্য তারাপুর এবং জেলরোডের কিছু এলাকা ছাড়া সমগ্র শিলচর জলে তলিয়ে গেছে। ১৯২৯ খ্রিস্টাব্দের মহাপ্লাবনের পর এটাই বোধহয় শিলচরের ইতিহাসে সবচেয়ে বড় বন্যার ঘটনা।

রাজ্যের ৩৬টি জেলার মধ্যে ৩২টিতে এখনও পর্যন্ত প্রায় ৫৫ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। দুই লাখের বেশি মানুষ ত্রাণ শিবিরগুলোতে আশ্রয় নিয়েছেন।

Comments are closed.