মেডিকেল কলেজ দুর্নীতি: অবশেষে গ্রেফতার হলেন ক্যাশিয়ার বিদ্যুৎ বর্মন
অবশেষে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হল শিলচর মেডিকেল কলেজের ক্যাশিয়ার বিদ্যুৎ বর্মনকে। মেডিকেল কলেজ দুর্নীতির তদন্তে পুলিশ অনেকদিন ধরে বর্মনকে খুঁজছিল। আজ তাকে গ্রেফতার করতে সফল হল পুলিশ।
আজ কালাইন অঞ্চলের কুরকুরি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০৯ এবং ৪২০ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। গ্রেফতারের পর শিলচর থানায় এনে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। আগামীকাল তাকে আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।
এখানে উল্লেখ্য, শিলচর মেডিকেল কলেজে লাগামহীন দুর্নীতির তদন্ত এখন জোরদারভাবে চলছে। ক্যাশিয়ার বিদ্যুৎ বর্মন পূর্বতন অধ্যক্ষ শিল্পী বর্মনের খুবই ঘনিষ্ঠ ছিলেন বলে জানা গেছে। ইতিমধ্যে প্রাক্তন সুপার এস আর বৈশ্যকে গ্রেফতার করা হয়েছে। আগাম জামিন নিয়েছেন পূর্বতন অধ্যক্ষ ডাঃ শিল্পী বর্মন, ডাঃ কল্লোল ভট্টাচার্য প্রমূখ।বর্তমানে বরপেটাতে কর্মরত ডাঃ শিল্পী রানী বর্মনকে থানায় ডেকে এনে গতকাল টানা দুই ঘন্টা জিজ্ঞাসাবাদ করে ঘুঙ্গুর পুলিশ।
মেডিকেল কলেজে মূলত খাদ্য বিভাগ, ব্লাড ব্যাংক এবং ক্যাশ সেকশনে দুর্নীতির তদন্ত চলছে।
Comments are closed.