শিলচরের বিধায়ক দিলীপ পাল ডেপুটি স্পিকারের পদ থেকে ইস্তফা দিলেন "আমার দম বন্ধ হয়ে আসছিল"
যা অনেক দিন ধরে আশঙ্কা করা হচ্ছিল তাই ঘটল, শিলচর আসন থেকে নির্বাচিত সদস্য দিলীপ পাল রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার এর পদ ত্যাগ করেছেন। বিজেপি নেতা ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রতিদ্বন্দীকে বিশাল ব্যবধানে হারিয়ে নির্বাচিত হয়ে উপাধ্যক্ষ পদ গ্রহন করেছিলেন।
আজ মঙ্গলবার তার বিবাহ বার্ষিকী, এই বিশেষ দিনে ফেইসবুকে তিনি বাংলাতে একটা পোস্ট করেছেন এ রকম , “আজ থেকে ৩৮ বছর পূর্বে আমরা দুজন মিলে নতুন জীবনের পথে যাত্রা শুরু করেছিলাম। ক্রিকেটের ভাষায় বলতে গেলে ইনিংস শুরু করেছিলাম…… ৩৮ রানের যৌথ ইনিংস খেলে আমরা ৩৯ এ পা দিলাম , কবে আউট হব সেটা তো অজানা। ” যদিও এটি ছিল বিবাহ বার্ষিকীতে খুবই রোমান্টিক পোস্ট , কিন্তু এর পর যা ঘটল তা নিয়ে দীর্ঘকাল ধরে রাজনৈতিক মহলে জল্পনা কল্পনা চলছিল।
Posted by Dilip Kumar Paul on Tuesday, May 8, 2018
শ্রীপাল তার পোস্টে যোগ করেছেন, “আজ আমি কামাখ্যা মন্দিরে গিয়েছিলাম এবং এই শুভদিনে আরেকটি কাজ সম্পন্ন করে নিলাম.আমি আসাম বিধানসভার উপাধ্যক্ষের রাশভারী পদ ছাড়লাম।” কূটনৈতিক প্রোটোকলে যুক্ত হওয়ার কারণে, আমি হাঁসফাঁস করেছি, আমি আমার অবস্থা সম্পর্কে জানিয়ে মুখ্য মন্ত্রীকে চিঠি ও মৌখিক যোগাযোগের মাধ্যমে একাধিকবার মনের কথা স্মরণ করিয়ে দিয়েছি কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। গত ২৩ মাস ৬ দিন ধরে ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেছি, আমি মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার কাছে কৃতজ্ঞ।
শ্রীপাল আসামের রাজনীতিতে এক বড় নেতা এবং দক্ষিণ আসামের সবচেয়ে বড় নাম। ডেপুটি স্পিকারের পদ তাকে সক্রিয় রাজনীতি থেকে দূরে রাখত এবং জানা যায় যে, শ্রীপাল এটা নিয়ে খুবই উদ্বিগ্ন ছিলেন। এখন, পদত্যাগ করার পর তিনি সর্বানন্দ সানোয়ালের মন্ত্রীসভায় কী বা কোন ভূমিকা পালন করেন কি না তা ভবিষ্যৎই বলবে।
Comments are closed.