Also read in

শপথ নিলেন শিলচরের সাংসদ ডাঃ রাজদীপ রায়, চাইলেন সবার আশীর্বাদ

সপ্তদশ লোকসভায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের প্রথম দিনে আজ দুপুরে শপথ গ্রহণ করলেন শিলচরের সংসদ ডাক্তার রাজদীপ রায়। শপথ গ্রহণ শেষে একটা রাজি প্রায় সবার আশীর্বাদ কামনা করেন। পূর্ব ঘোষণা মতো তিনি বাংলায় শপথ বাক্য পাঠ করেন, “আমি ডাঃ রাজদীপ রায় লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে, আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব।”

এর আগে সাতবারের সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বীরেন্দ্র কুমার সপ্তদশ লোকসভার প্রোটেম স্পীকার হিসেবে শপথ নেন। সোমবার সপ্তদশ লোকসভার প্রথম অধিবেশনের প্রথম দিনে অধিবেশন শুরুর আগে রাষ্ট্রপতি ভবনে বীরেন্দ্র কুমারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সোমবারই সপ্তদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হয়েছে। সংসদের নিম্নকক্ষে প্রথম দুদিন নব নির্বাচিত সাংসদদের শপথ গ্রহণ অনুষ্ঠান চলবে। আগামী ১৯ জুন নব নির্বাচিত সাংসদরা নতুন স্পীকার নির্বাচিত করবেন। আগামী ২০ জুন সংসদের যৌথ অধিবেশনে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

Comments are closed.