Also read in

শিলচর মিউনিসিপাল কর্পোরেশনের ডি লিমিটেশন বোর্ড গঠিত হলো

শিলচর মিউনিসিপাল কর্পোরেশন গঠনের প্রক্রিয়া শুরু হল। জেলা উপায়ুক্তকে চেয়ারম্যান করে গঠিত হলো শিলচর মিউনিসিপাল কর্পোরেশনের ডি লিমিটেশন বোর্ড।

রাজ্যপালের তরফে আসাম সরকারের গৃহ এবং নগর উন্নয়ন মন্ত্রকের এক নির্দেশে জানানো হয়েছে যে, এই ডিলিমিটেশন বোর্ডের চেয়ারম্যান হবেন কাছাড় জেলার ডেপুটি কমিশনার বা তার মনোনীত কোন আধিকারিক। বোর্ডের অন্যান্য পাঁচ সদস্যরা হচ্ছেন শিলচরের বর্তমান বিধায়ক অর্থাৎ দ্বীপায়ন চক্রবর্তী, আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি হেমন্ত ভূঁইয়া, কাছাড়ের অতিরিক্ত জেলা শাসক, শিলচর মিউনিসিপাল বোর্ডের বর্তমান এক্সিকিউটিভ অফিসার এবং ধুবরি মেডিকেল হলের সমাজসেবী বিমল ওসোয়াল, এল এল বি।

নবগঠিত এই বোর্ড শিলচর মিউনিসিপাল কর্পোরেশনের ওয়ার্ড গুলির সীমানা নির্ধারণ করে আসাম সরকারের কাছে রিপোর্ট পেশ করবে।

Comments are closed.