শিলচর পৌরসভা : অক্ষুন্ন নীহার ঠাকুর, কোপ পড়ল চামেলি-সজলের ওপর
শেষমেষ তফশিলি জনসংখ্যার জট কাটিয়ে আসন সংরক্ষণ সম্পন্ন হল শিলচর পুরসভার। পুরসভার আসন্ন নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার কাছাড়ের জেলা শাসকের ডাকা দ্বিতীয় বৈঠকে রাজনৈতিক দলগুলির উপস্থিতিতে শহরের মোট ২৮ টি ওয়ার্ডের আসন সংরক্ষণ করে নেওয়া হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শিলচর পুরসভার মোট ১৪টি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে। মোট ২৮ টি ওয়ার্ডের মধ্যে ৪ টি সংরক্ষিত হয়েছে তফশিলিদের জন্য। তবে তফশিলিদের জন্য সংরক্ষিত ৪ টি আসনের মধ্যে ২ টি রাখা হয়েছে শুধুমাত্র তফশিলি মহিলাদের জন্য অর্থাৎ এসসি ওম্যান। তফশিলি সংরক্ষণের আওতায় পড়েছে ১৪, ১৭, ২০ এবং ২৫ নং ওয়ার্ড।
আসন সংরক্ষণের এই চিত্র স্পষ্ট হওয়ায় সমস্যায় পড়েছেন বর্তমান বিজেপি বোর্ডের ভাইস চেয়ারপার্সন চামেলি পাল। তাঁর ১৪ নং ওয়ার্ড এসসি মহিলা সংরক্ষণের আওতায় পড়ায় তিনি নিজে আর প্রার্থী হতে পারবেন না এবারের নির্বাচনে। একই সঙ্গে এসসি মহিলা সংরক্ষণের আওতায় পড়েছে বর্তমান বোর্ডের কংগ্রেস কমিশনার সজল বণিকের ২০ নং ওয়ার্ড। ফলে প্রার্থী হওয়ার স্বপ্ন এবার অধরাই থাকছে সজল বণিকের। এদিকে তফশিলি সংরক্ষিত হলেও অক্ষত থেকে গেছে বর্তমান পুরপ্রধান নীহারেন্দ্র নারায়ণ ঠাকুরের ২৫ নং ওয়ার্ড। আর ১৭ নং ওয়ার্ড তফশিলি সংরক্ষণের আওতায় এলেও এবারের নির্বাচনে সমস্যায় পড়তে হচ্ছে না কংগ্রেস কমিশনার নূতন সাহা ও তাঁর স্বামী প্রাক্তন কমিশনার মৃদুল সাহা কে। তথ্য ইঙ্গিত দিয়েছে শিলচরের ১৪ নং ওয়ার্ডে ৫.৯৪ শতাংশ, ১৭ নং ওয়ার্ডে ৬.৯৫ শতাংশ, ২০ নং ওয়ার্ডে ৭.৩৬ শতাংশ এবং ২৫ নং ওয়ার্ডে ৬.৮৮ শতাংশ তফশিলি জাতি ভুক্ত নাগরিক রয়েছেন। সেই হিসেবেই এই চারটি ওয়ার্ডকে এবার এসসি সংরক্ষণ এর আওতায় আনা হয়েছে।
অন্যদিকে মহিলা সংরক্ষণ এর আওতায় পড়েছে ২, ৩, ৪, ৮, ৯, ১১, ১৬, ১৮, ২২, ২৩, ২৬ এবং ২৮ নং ওয়ার্ড। বাকি ১২ টি ওয়ার্ড সাধারণ ওয়ার্ড হিসেবে রাখা হয়েছে। তবে মহিলা সংরক্ষণের আওতায় পড়েছেন বর্তমান বোর্ডের দুই উল্লেখযোগ্য সদস্য পুরপ্রধান নীহার ঠাকুর ঘনিষ্ঠ ২৬ নং ওয়ার্ডের রাজেশ কুমার দাস এবং ২৮ নং ওয়ার্ডের অভ্রজিৎ চক্রবর্তী ঝলক। মহিলা সংরক্ষিত হওয়ায় এবারের নির্বাচনে দাঁড়াতে পারবেন না বর্তমান বিজেপি বোর্ডের বিরুদ্ধে ত্রাস হিসেবে পরিচিত ৯ নং ওয়ার্ডের কংগ্রেস কমিশনার রঞ্জন রায়। পারবেন না প্রাক্তন পুরপ্রধান তথা বর্তমান বোর্ডের কংগ্রেস কমিশনার তমাল কান্তি বণিকও। বৈঠকে নীহারেন্দ্র নারায়ণ ঠাকুর, চামেলী পাল কংগ্রেস বিজেপি এআইইউডিএফ এবং সিপিএম দলের নেতা ও পদাধিকারীরা উপস্থিত ছিলেন। ছিলেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার অতিরিক্ত জেলাশাসক রাজীব রায়, জেলা উন্নয়ন কমিশনার জে আর লালসিম সহ অন্যরা।
Comments are closed.