মিডিয়ার উপর হামলার অভিযোগে প্রদীপ দত্ত রায়ের বিরুদ্ধে কাছাড় পুলিশের স্বতঃপ্রণোদিত এফআইআরের নিন্দা করল শিলচর প্রেস ক্লাব
শিলচরের সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী একটি মর্যাদাপূর্ণ সংগঠন শিলচর প্রেসক্লাব আজ নিজস্ব গৃহে এক সভা আহ্বান করেছিল। সভায় সভাপতিত্ব করেন শিলচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শংকর দে।
সাধারণ সম্পাদক মিডিয়ার উপর হামলার অভিযোগ এনে প্রদীপ দত্ত রায়ের বিরুদ্ধে কাছাড় পুলিশের স্বতঃপ্রণোদিত প্রাথমিক এজাহার দায়ের করার ঘটনার তীব্র নিন্দা জানান। “পুলিশ যদি মিডিয়া এবং তাদের মঙ্গলের কথা চিন্তা করে, তবে তাদেরকে অবশ্যই প্রয়াত রণবীর রায়ের ফাইল খুলে তার হত্যার তদন্ত করতে হবে। আশ্চর্যজনকভাবে, সাম্প্রতিক সময়ে যখন মিডিয়া কর্মীরা অত্যাচারের শিকার হয়েছিলেন তখন যে পুলিশ প্রতিবারই চুপ ছিল, তারা এখন স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করছে। কেন তারা গাড়ির মালিক ও চালককে খুঁজে পায় না যে তারাপুরে মলিন
শর্মার উপর দিয়ে গাড়ি চালিয়ে তাকে হত্যা করেছিল,” শঙ্কর দে প্রশ্ন করেন।
তিনি প্রদীপ দত্ত রায়ের বিরুদ্ধে চাপানো অভিযোগের নিন্দা করেন এবং বৈষম্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। বানানো অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদেরও ডাক দেন তিনি। বৈঠকে উপস্থিত অন্যান্য সাংবাদিকদের পরামর্শ চান।
সভায় সিনিয়র সাংবাদিক রতন দেব, জাকির হুসেন লস্কর, অভিজিৎ ভট্টাচার্য, রত্নাদীপ দেব, ইয়াসিন মজুমদার, ভাস্কর শোম, পাপলু দাস প্রমুখ বক্তব্য রাখেন এবং তাদের পরামর্শ দেন।
বরাক উপত্যকার আরেক সিনিয়র সাংবাদিক বিকাশ চক্রবর্তী সভায় সর্ব শেষ বক্তব্য রাখেন। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে সভায় উপস্থিত সদস্যরা গণতন্ত্রের বিভিন্ন স্তম্ভের নিজ নিজ প্রধানদের কাছে স্মারকলিপি জমা দেবেন।
পুলিশ যেভাবে গণমাধ্যমকে বিতর্কে টেনে এনে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে একজন ব্যক্তির বিরুদ্ধে মামলা করার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, তা শুধু অন্যায়ই নয়, বেআইনিও বটে। তাই এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিক প্রতিবাদ হবে।
Comments are closed.