Also read in

শিলচর নিষিদ্ধপল্লী থেকে উদ্ধারকৃত নেপালের ৪ কিশোরীকে পরিবারের হাতে তুলে দিল আদালত

অবশেষে শিলচরের নিষিদ্ধপল্লী থেকে উদ্ধার হওয়া চার নেপালি তরুণীকে পরিবারের হাতে তুলে দিল আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতের তরফে নির্দেশটি জারি করা হয়েছে। পুরো প্রক্রিয়ায় প্রথম থেকে সহায়তা করেছে নেপালের ‘শক্তিসমূহ’ নামের এক সামাজিক সংস্থা। উদ্ধার হওয়া চারজনই নাবালিকা এবং নেপালের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে প্রমাণিত হয়েছে। পরিবারের সদস্যরা তাদের ফিরিয়ে নিয়ে যেতে শিলচর এসেছেন।

গতবছর ১৮ নভেম্বর এই চার তরুণী সহ মোট সাতজনকে উদ্ধার করা হলেও পরে তারা বাড়ি ফিরে যেতে অস্বীকার করে। শক্তিসমূহ সংস্থার সদস্যরা প্রথমে নেপালের চার তরুনীর পরিবারের খোঁজ নেন এবং তাদের শিলচরে নিয়ে আসেন। তাদের পরিবারের সদস্যরা মেয়েদের ফিরিয়ে নেওয়ার আগ্রহ জানিয়ে আদালতের কাছে আর্জি জানান। পাশাপাশি শক্তিসমূহ সংস্থার তরফেও একই আর্জি জানানো হয়। নেপালের চার কিশোরী ছাড়া বাকি তিনজন প্রাপ্তবয়স্ক তাই তাদের নিজের ইচ্ছায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

গতবছর জুলাই মাসে শিলচর শহরের প্রেমতলা সংলগ্ন নিষিদ্ধপল্লী এলাকা থেকে নেপালের এক যুবতীকে উদ্ধার করা হয়েছিল। তিনি নেপালে ফিরে গিয়ে সেখানের ‘শক্তিসমূহ’ নামের সামাজিক সংস্থার সঙ্গে যোগাযোগ করেন এবং জানান শিলচরে নেপালের বেশ কয়েকজন যুবতী নিজের ইচ্ছার বিরুদ্ধে দেহব্যবসার কাজে রয়েছেন।

শক্তিসমূহ সামাজিক সংস্থার অন্যতম আইনী উপদেষ্টা এফ লোকনাথ সিংহ জানান, গতবছর এদের উদ্ধার করার পর সংস্থার পক্ষ থেকে আদালতের কাছে এদের কোন সরকারি হোমে রাখার আবেদন জানানো হয়েছিল। এর উপর ভিত্তি করেই স্থানীয় উজ্জলা হোমে রাখার ব্যবস্থা করা হয়। সেখানে তাদের সুরক্ষা ও স্বাস্থ্য পরিষেবা প্রদানের পাশাপাশি কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়।

এদিকে সংস্থার পক্ষ থেকে নেপালে এদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার প্রক্রিয়া শুরু করা হয়। অনেক খোঁজ খবর নেওয়ার পর চারজনেরই পরিবারের সঙ্গে যোগাযোগ হয়। তাদের কাছে আবেদন রাখা হয় তারা যেন ভারতে আসেন এবং নিজের বাড়ির মেয়েকে উদ্ধার করতে সাহায্য করেন। পরিবারের সদস্যরা এতে রাজি হন এবং শিলচরে এসে আদালতের কাছে এব্যাপারে আর্জি জানান। ‌ যেহেতু এই মেয়েরা প্রাপ্তবয়স্ক নয়, তাই পরিবারের কাছেই তাদের তুলে দেওয়া হয়েছে।

Comments are closed.

error: Content is protected !!