Also read in

বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুর আত্মত্যাগকে স্মরণ করল শিলচর

১৯৩১ সালের ২৩ মার্চ তরুন স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুকে ফাঁসি দেয় বৃটিশ সরকার। দিনটিকে সারা দেশের বিভিন্ন সংগঠন শহীদ দিবস হিসাবে পালন করে। শুক্রবার শিলচরের বিভিন্ন সংগঠন এই উপলক্ষে সারাদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে যার মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা সহ সন্ধ্যায় মশাল মিছিল ইত্যাদি।

ছাত্র সংগঠন এআইডিএসও এবং অন্যান্য সংগঠনের যৌথ উদ্যোগে এদিন পার্ক রোডের ক্ষুদিরাম মূর্তির সামনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সদস্যরা দিনটি উদযাপনের ব্যপারে বলেন, ভগৎ সিং এর আত্মবলিদানের দিনটিকে আজকের যুবসমাজ প্রায় ভুলেই গেছে। সমাজের মহান আদর্শের প্রতীক মহান ব্যক্তিদের আমরা মনে রাখিনা তাই আজ সমাজে আদর্শের অভাব। একদিকে মহান ব্যক্তিদের মূর্তি ভাঙ্গার প্রতিযোগিতা চলছে আর অন্যদিকে বারছে ধর্ষণ হত্যা ইত্যাদির সংখ্যা। তরুণ প্রজন্ম নেশা, জুয়া এসবের মধ্যে নিজেদের ডুবিয়ে রাখছে, অথচ এই তরুন বয়সেই ভগৎ সিং দেশের স্বার্থে প্রান দিয়েছিলেন। আজকের দিনটিকে বিশেষভাবে পালন করার আমাদের উদ্দেশ্যই হচ্ছে তরুন প্রজন্মকে ভগৎ সিং এর দেশের কাজে আত্মত্যাগের আদর্শের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া।

এদিন সকালে তিন স্বাধীনতা সংগ্রামীর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়। সদস্যরা সারাদিন ভগৎ সিংয়ের বেজ বিতরণ করেন। বিকালে আলোচনা সভার পাশাপাশি সন্ধ্যায় মশাল মিছিলে যোগ দেন সংগঠনের সদস্যরা।

Comments are closed.