Also read in

ফেন্সিংয়ে যুব অলিম্পিকে তিনটি পদক শিলচরের, সিলভার জিতলেন লামনগানবা, ব্রোঞ্জ জিতলেন তনুশ্রী-ইনেস

অসম যুব অলিম্পিকে শুরুটা ভালো করল শিলচর। রবিবার পর্যন্ত ফেন্সিংয়ে মোট তিনটি পদক জিতেছে শিলচরের ছেলে ও মেয়েরা। ফেন্সিংয়ে মেয়েদের ইভেন্টে ব্রোঞ্জ জিতে শিলচরের পদকের খাতা খুলেন তনুশ্রী সিং। রবিবার আরো দুটি পদক জিতেছে শিলচর। ছেলেদের ইভেন্টে যথাক্রমে সিলভার ও ব্রোঞ্জ জেতেন লামনগানবা মেইতেই ও ইনেস সিং।

কাছাড়ে ফেন্সিংয়ের তেমন কোনো পরিকাঠামো না থাকা সত্ত্বেও তনুশ্রী-লামনগানবা-ইনেসদের এমন পারফরমেন্স যথেষ্ট প্রশংসার দাবি রাখে। যুব অলিম্পিকে শিলচরের ছেলে-মেয়েদের লড়তে হয়েছে গুয়াহাটি সাইয়ের প্রশিক্ষার্থীর বিরুদ্ধে। তবে পরিকাঠামো দিক থেকে পিছিয়ে থাকলেও পদক জিতেই বাড়ি ফিরছেন শিলচরের ফ্যান্সাররা। আজ যোগ ব্যায়ামের আর্টিস্টিক ইভেন্টও হয়েছে। এতে অংশ নিয়েছেন শিলচরের দুই প্রতিযোগী স্বর্ণালী চৌধুরী ও অরিহান চক্রবর্তী। ভালো পারফরম্যান্স করলেও অল্পের জন্য পদক জিততে পারেননি শিলচরের এই দুই প্রতিযোগী। যোগ ব্যায়ামের আর্টিস্টিক ইভেন্টে ছেলেদের বিভাগে অংশ নিয়েছিল ২১জন। আর মেয়েদের বিভাগে ২৬ জন। ছেলেদের বিভাগে প্রথম স্থান লাভ করে গুয়াহাটি। মেয়েদের বিভাগে শীর্ষস্থান দখল করে তিনসুকিয়া।

এদিকে, আজই গোয়াহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছে শিলচরের টেবিল টেনিস, অ্যাথলেটিকস, সেপাক টাকরো, টাইপকোয়ান্ডো এবং হকির দল। সব মিলিয়ে সংখ্যাটা ৪৭। সোম ও মঙ্গলবার এইসব ইভেন্ট শুরু হতে যাচ্ছে।

Comments are closed.