Also read in

১৯ নভেম্বর শিলচর ভেটেরন ক্রিকেটার্স ক্লাবের অনুষ্ঠান, বর্ষসেরা ক্রিকেটার রাজু ও খুশি

প্রতি বছরের ন্যায় এবারও বর্ষসেরা ক্রিকেটারদের সংবর্ধনা জানাবে শিলচরের ভেটেরন ক্রিকেটার্স ক্লাব। আজ এক সাংবাদিক সম্মেলন ডেকে এমনটা জানিয়ে দিলেন ক্লাবের কর্মকর্তারা। আগামী ১৯ নভেম্বর কল্পতরু হোটেলে বিকেল ৪:৩০ থেকে এই সংবর্ধনা অনুষ্ঠানের আসর বসবে।

২০১৭ সালে জেলার প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে গঠিত এই ভেটেরন ক্লাব নিজের যাত্রা শুরু করে। জন্ম লগ্ন থেকেই প্রাক্তন ক্রিকেটারদের বিভিন্নভাবে সাহায্য করে আসছে তারা। কয়েকজন খেলোয়াড়কে তাদের দুঃসময়ে আর্থিকভাবেও সাহায্য করেছে এই ক্লাব। এছাড়াও বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে রয়েছে তারা। সম্প্রতি করোনাকালে ওয়াকাথনের সফল আয়োজন করেছিল ভেটেরন ক্লাব। এবার তারা এগিয়ে এসেছে বর্ষসেরা ক্রিকেটার দের পুরস্কৃত করার জন্য।

ক্লাবের সভাপতি বিজেন্দ্র প্রসাদ সিং জানান, জন্ম লগ্ন থেকেই প্রাক্তন খেলোয়াড়দের সংবর্ধনা দিয়ে আসছে ক্লাব। গত বছর কয়েক জন ক্রীড়া সাংবাদিককেও ক্লাবের পক্ষ থেকে সম্মান জানানো হয়েছিল। এবারও তারা ক্রীড়া সাংবাদিকদের সম্মান জানাবেন।

 

Left – Right (Khushi Sharma, best cricketer women, Raju Das, best cricketer men

 

এবার পুরুষ বিভাগে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পাচ্ছেন রাজু দাস। মহিলাদের বর্ষসেরা ক্রিকেটার খুশি শর্মা। সেরা প্রতিশ্রুতিবান ক্রিকেটার অভয় দেব। এবার এক বিশেষ পুরস্কার দেওয়া হচ্ছে অভিজিৎ গোটানিকে। এছাড়াও সদ্য সমাপ্ত আইপিএলে রাজস্থান রয়্যালসের অন্যতম সদস্য শিলচরের রাহুল সিং’কেও একই অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হবে।
ভেটেরন ক্লাবের অনুষ্ঠানে সবসময়ই ব্যতিক্রমী কিছু না কিছু থাকে। এবারও সেই পরম্পরা ধরে রেখেছেন ক্লাবের সদস্যরা। এবার মোট ৩৪ জন আম্পায়ার ও দুজন স্কোরারকেও সম্মান জানানো হবে। আম্পায়ারদের টুপি ও স্কোরারদের হ্যান্ড ব্যাগ দিয়ে সম্মান জানানো হবে।

Comments are closed.