Also read in

উচ্চমাধ্যমিকে শীর্ষ দশটি স্থানের মধ্যে শিলচরের তিন

এইচ.এস. পরীক্ষায সৌমিক দে, বিশ্বরূপ লস্কর এবং পঙ্কজ কুমার সাহা  উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে  শহরকে  গর্বিত করেছে। রামানুজ্ গুপ্ত জুনিয়র কলেজের সৌমিক দে ও বিশ্বরূপ লস্কর বোর্ডের পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৯ ম এবং ১০ ম স্থান অধিকার করেছে বিবেকানন্দ কমার্স কলেজের পঙ্কজ কুমার সাহা বাণিজ্য বিভাগে ১০ ম স্থান  অর্জন করেছে ।  

এই বছর বেশিরভাগ শীর্ষস্থানীয় ছাত্ররা গুয়াহাটি, নগাও প্রভৃতি স্থানের, তাই  আমাদের শহরের  তিন শিক্ষার্থী  শীর্ষ  তালিকায় স্থান করে নেওয়ায় আমরা গর্বিত ।

দুর্ভাগ্যবশত এই অঞ্চলের কেউ কলা বিভাগে শীর্ষ তালিকায় স্থান  করতে পারেনি

আমরা আশা করছি ছাত্ররা আগামী বছরের বোর্ড পরীক্ষায় ফলাফল আরো অনেক ভালো হবে।

 

 

Comments are closed.