উচ্চমাধ্যমিকে শীর্ষ দশটি স্থানের মধ্যে শিলচরের তিন
এইচ.এস. পরীক্ষায সৌমিক দে, বিশ্বরূপ লস্কর এবং পঙ্কজ কুমার সাহা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে শহরকে গর্বিত করেছে। রামানুজ্ গুপ্ত জুনিয়র কলেজের সৌমিক দে ও বিশ্বরূপ লস্কর বোর্ডের পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৯ ম এবং ১০ ম স্থান অধিকার করেছে । বিবেকানন্দ কমার্স কলেজের পঙ্কজ কুমার সাহা বাণিজ্য বিভাগে ১০ ম স্থান অর্জন করেছে ।
এই বছর বেশিরভাগ শীর্ষস্থানীয় ছাত্ররা গুয়াহাটি, নগাও প্রভৃতি স্থানের, তাই আমাদের শহরের তিন শিক্ষার্থী শীর্ষ তালিকায় স্থান করে নেওয়ায় আমরা গর্বিত ।
দুর্ভাগ্যবশত এই অঞ্চলের কেউ কলা বিভাগে শীর্ষ তালিকায় স্থান করতে পারেনি ।
আমরা আশা করছি ছাত্ররা আগামী বছরের বোর্ড পরীক্ষায় ফলাফল আরো অনেক ভালো হবে।
Comments are closed.