আন্তর্জাতিক স্টুডেন্ট অলিম্পিক ইভেন্টে ডাক পেলেন শিলচরের শাটলার বনিপ সিনহা ও বদরপুরের শাটলার সৈয়দ আবু মোহাম্মদ ইউসুফ। এবছর জুনে মালয়েশিয়ার জহর বাহারুতে বসবে স্টুডেন্ট অলম্পিকের আসর। তিন দিনের এই আসর শুরু হবে ৯ জুন। চলবে ১১ জুন।
গত বছর নভেম্বরে পঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির ইন্ডোরে অনুষ্ঠিত হয়েছিল নবম ন্যাশনাল স্টুডেন্ট অলম্পিকের আসর। সেই আসরের ব্যাডমিন্টন প্রতিযোগিতার অনূর্ধ্ব ২৩ সিঙ্গেলসে সোনা জিতেছিলেন বণিপ সিনহা। অনূর্ধ্ব ২২ বিভাগের সিঙ্গেলসে রানার আপ হয়েছিলেন বদরপুরের মোহাম্মদ ইউসুফ। এই দুজনেই ডাবলসে জুটি বেঁধে জিতেছিলেন সোনা। জাতীয় স্তরের স্টুডেন্ট অলম্পিকে ভালো পারফর্ম করার সুবাদে আন্তর্জাতিক স্টুডেন্ট অলিম্পিকে ডাক পাওয়ার সম্ভাবনা ছিল বণিপ ও ইউসুফের। অবশেষে সোমবার রাতে সেই ডাক আসে। ভারতীয় স্টুডেন্ট অলিম্পিক সংস্থার সচিব প্রদীপ ভরদ্বাজ ফোনে বণিপ ও ইউসুফকে এই খবর জানান। সেই সঙ্গে দুজনকেই বিষয়টি লিখিতভাবে ও জানানো হয়।
ইউসুফ জানান, আন্তর্জাতিক আসরে অংশ নেওয়ার জন্য আগামী আট জুন শিলচর থেকে চেন্নাই এর বিমান ধরবেন তিনি ও বণিপ। পরেরদিন তাদের চেন্নাই থেকে মালয়েশিয়ার বিমান। আন্তর্জাতিক স্টুডেন্ট অলম্পিকে ভারত থেকে মোট ২৭ জন অংশ নেবেন। এর মধ্যে অসম থেকে শুধু বনিপ ও ইউসুফ আসরে নামবেন।
Comments are closed.