Also read in

পশ্চিমবঙ্গ বিজেপির ক্যাম্পেইন ভিডিওতে শিলচরের দেবজিৎ সাহা; বললেন, "আমি মোদিজি'র কাজের ভক্ত"

নির্বাচনী প্রচারে হাওয়া তুলতে পশ্চিমবঙ্গ বিজেপি সম্প্রতি একটি ভিডিও রিলিজ করেছে যার নাম দেওয়া হয়েছে, “আর নয় অন্যায়”। ভিডিওতে সুর এবং কন্ঠ দিয়েছেন জি-টিভির ভয়েস অফ ইন্ডিয়া বিজয়ী গায়ক শিলচরের দেবজিৎ সাহা। গানের কথা লিখেছেন তিলু ভট্টাচার্য। দেবজিত জানিয়েছেন, নরেন্দ্র মোদির কাজে তিনি বিজেপির সমর্থক হয়েছেন। রাজনীতি দেশের জন্য করতে হবে, তাই বিজেপির ক্যাম্পেইনে এভাবে অংশ নিয়েছেন।

২০০৬ সালে জিটিভির সিঙ্গিং রিয়েলিটি-শো সারেগামাপা জিতেছিলেন তিনি। ২০১৩ সালের ডিসেম্বর মাসে তিনি কংগ্রেস দলের সদস্য পদ গ্রহণ করেন এবং ২০১৪ সালের লোকসভা নির্বাচনে শিলচরের প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তখন কংগ্রেস দল সুস্মিতা দেবকে প্রার্থী করে এবং তিনি জয়ী হন। এরপর রাজনীতিতে খুব একটা দেখা যায়নি গায়ক দেবজিৎ সাহাকে। এবার পশ্চিমবঙ্গে বিজেপির ক্যাম্পেইনের ভিডিওতে তার উপস্থিতি বুঝিয়ে দিয়েছে তিনি রাজনৈতিকভাবে বিজেপির কাছাকাছি রয়েছেন।

 

বরাক বুলেটিনের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, “ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা বিশ্বের কাছে অত্যন্ত সম্মানীয় একজন ব্যক্তিত্ব। ভারতবাসী হিসেবে তার প্রশংসক না হয়ে পারি না। তাঁর আদর্শ হচ্ছে প্রথমে দেশ, তারপর রাজনীতি, আমি নিজেও এই আদর্শে বিশ্বাস করি। সম্প্রতি পশ্চিমবঙ্গ বিজেপি’র পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং ক্যাম্পেইনের ভিডিওতে অংশ নিতে বলা হয়েছিল। গানটির কথা তিলু ভট্টাচার্যের এবং সুর আমার। এটি গেয়েছি আমি নিজেই। আমি বিশ্বাস করি নরেন্দ্র মোদির উপস্থিতিতে দুর্নীতি মুক্ত হবে পশ্চিমবঙ্গ সহ দেশের অন্যান্য রাজ্য। তাই তাকে সমর্থন করছি।”

গানটির বিভিন্ন লাইনে তৃণমূল কংগ্রেসকে দুর্নীতিবাজ ইত্যাদি বলে কটাক্ষ করা হয়েছে। ‘দুর্নীতি সহ্য করতে না পেরে ইভিএম মেশিন গেরুয়া হয়ে যাচ্ছে’। ‘পদ্মফুল একুশে ঘাসফুল ফ্যাকাশে, পিসি হবে একুশে একা’। ‘পিসি তুমি ভাইপোকে সঙ্গে নিয়ে পালাও’ ইত্যাদি।

Comments are closed.