Also read in

শিলচরের তরুণ ডাক্তার হাবিব আহমেদ বড়ভূঁইয়া কর্তব্যরত অবস্থায় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে অকালে চলে গেলেন

অত্যন্ত দুঃখজনক এক সংবাদে জানা গেছে,  কালীনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ডাঃ হাবিব আহমেদ বড়ভূঁইয়ার অকাল প্রয়াণ ঘটেছে। শিলচরের শহরতলীর রংপুর এলাকার বাসিন্দা ডক্টর হাবিব আহমেদ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ২০১৪-১৫ ব্যাচের ছাত্র।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গতকাল রাতে কর্তব্যরত অবস্থায় হঠাৎ করে প্রচন্ড ভাবে বমির উপসর্গ শুরু হয়। অবস্থার অবনতি পরিলক্ষিত করে আজ দুপুর বারোটা নাগাদ তাকে শিলচর মেহেরপুরের গ্রীন হিলস হাসপাতালে নিয়ে আসা হয়। গ্রীন হিলস হাসপাতালে কর্তৃপক্ষ জানিয়েছেন যে, উনাকে মৃত অবস্থায় আনা হয়েছিল। কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন যে, সম্ভবত তার স্ট্রোক হয়েছিল। যাই হোক, তাকে পরবর্তী পদক্ষেপের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ।

‘তিনি করোণা আক্রান্ত হয়েছিলেন’, এমন একটি রটনাকে গ্রীন হিলস কর্তৃপক্ষ গুজব বলে উড়িয়ে দিয়েছেন। ” আমরা এই ব্যাপারে সুনিশ্চিতভাবে বলতে পারি যে, তার কোভিড-১৯ ছিল না। মৃত্যুর প্রকৃত কারণ সুনিশ্চিত ভাবে বলতে পারবেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ” , গ্রীন হিলসের এক প্রবক্তা জানালেন।

ইতিমধ্যে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্র ইউনিয়নের তরফ থেকে এক বয়ানে জানানো হয়েছে, “আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের খুবই প্রিয় একজন কমরেড আমাদেরকে ছেড়ে চলে গেছেন । ডাক্তার হাবিব আহমেদ বড়ভূঁইয়া আমাদের খুবই কাছের মানুষ ছিলেন এবং আমাদের ছেড়ে এত তাড়াতাড়ি চলে গেলেন, সেটা খুবই দুঃখজনক। আমরা সন্ধ্যা ছয়টায় অপিডির সামনে সমবেত হয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করব।”

মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, তাকে মৃত অবস্থায় আজ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়, আজ পোস্টমর্টেম করা সম্ভব হচ্ছে না; তাই আগামিকাল করা হবে।

এই দুঃখজনক ঘটনায় আত্মীয়-স্বজনসহ পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Comments are closed.