
এ আই এফ এফের ডি লাইসেন্স কোচেস কোর্স করতে হরিয়ানা যাচ্ছেন নান্টু
নিজের কোচিং কেরিয়ারে আরও একধাপ এগিয়ে যেতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এ আই এফ এফ) কোচেস কোর্স করতে হরিয়ানা যাচ্ছেন শিলচরের ফুটবলার তথা কোচ নান্টু দাস। আগামী ১৩ আগস্ট থেকে হরিয়ানার কারনল জেলায় বসবে এ আই এফ এফের ডি লাইসেন্স কোচেস কোর্স ট্রেনিং। ছয় দিনের এই কোচেস কোর্স এ অসম থেকে শুধু নান্টু ই অংশগ্রহণ করবেন। বৃহস্পতিবার সকালে কলকাতার বিমান ধরবেন নান্টু। সেখান থেকে দিল্লি হয়ে হরিয়ানা যাবেন তিনি।
গোটা দেশ থেকে মোট ২৫ জন এই ডি লাইসেন্স কোচেস কোর্স ট্রেনিংয়ে অংশ নেবেন। ছয় দিনের কোর্স এ প্র্যাকটিক্যাল ও থিওরি দুটোই থাকবে। নান্টু জানান, দু মাস আগেই এই ডি লাইসেন্স কোচেস কোর্স করার জন্য আবেদন করেছিলেন। তবে গোটা দেশে করোনা পরিস্থিতির জন্য ডাক আসেনি। অবশেষে ডাক আসায় খুশি নান্টু।
এই মুহূর্তে শিলচর ফুটবল অ্যাকাডেমিতে কোচিং দিচ্ছেন নান্টু। বেঙ্গালুরুর ক্লাব কিকস্টার্ট ফুটবল এফ সিতে কোচিং এর সঙ্গে খেলারও অভিজ্ঞতা রয়েছে তার। সেখানে মূলত জুনিয়র স্তরেই কোচিং করিয়েছেন। অনূর্ধ্ব ১০, ১৩ ও ১৬ গ্রুপে কোচিং করিয়েছেন তিনি। সেইসঙ্গে চেন্নাইয়ের এফসি মেরিনা তেও কোচ হিসেবে প্রশিক্ষণ দেওয়ার অভিজ্ঞতা রয়েছে নান্টুর। সেই অভিজ্ঞতা দিয়ে শিলচরের উঠতিদের কোচিং দিচ্ছেন তিনি। এবার নিজের কোচিং কে আরও সমৃদ্ধ করতে এ আই এফ এফের ডি লাইসেন্স কোচেস কোর্স করতে যাচ্ছেন।
এদিকে, শিলচরের ক্রীড়া সংগঠক চন্দন শর্মা নান্টু দাসকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার হাতে তুলে দেন কোচিং এ ব্যবহৃত কিছু সামগ্রী।
এতে রয়েছে এক জোড়া জুতো, একটি ট্রেভেলিং শার্ট, একটি জার্সি ও দুই জোড়া মোজা।
Comments are closed.