Also read in

এমবিবিএস পরীক্ষায় শিলচরের গৈরিক প্রথম, দশের ভেতরে অভিরাজ, প্রকাশ, সমুজ্বল

 

এমবিবিএস পরীক্ষায় প্রথম স্থান দখল করলেন শিলচরের গৈরিক সাহা । গতকাল প্রকাশিত ফলাফলে শিলচর মেডিক্যাল কলেজ থেকে আরো তিন জন প্রথম দশে স্থান করে নেন।

গৈরিক সাহা শিলচর দাস কলোনী এলাকার বাসিন্দা গৌরাঙ্গ চন্দ্র সাহার পুত্র। গৈরিক শিলচর কেন্দ্রীয় বিদ্যালয থেকে উঠে এসেছেন। মেডিকেলে অবস্ট্র্যাটিকস এবং গাইনোকোলজি বিষয়ে অনার্স নিয়ে তিনি প্রথম স্থান দখল করেছেন।

গৈরিক ছাড়াও শিলচর মেডিকেল কলেজের অভিরাজ পাল ষষ্ঠ স্থান, প্রকাশ যাদব সপ্তম স্থান এবং সমুজ্জ্বল ভট্টাচার্য নবম স্থান দখল করতে সক্ষম হন। উল্লেখ্য, সমুজ্জল ভট্টাচার্য শিলচরের স্বনামধন্য শল্যচিকিৎসক ডাঃ সিদ্ধার্থ ভট্টাচার্যের পুত্র।

গৈরিক তথা কলেজের অন্যান্য ছাত্রদের সাফল্যে খুশী ব্যক্ত করে শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ বাবুল বেজবরুয়া বলেন, “আমি খুশি; এই সাফল্যের কৃতিত্ব শিক্ষক এবং ছাত্রদের”।

Comments are closed.