Also read in

অল ইন্ডিয়া সিনিয়র রেংকিং ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন শিলচরের সুরজ

শিলচরের ক্রীড়াঙ্গনের জন্য দারুন খবর। ইয়োনেক্স সানরাইজ অল ইন্ডিয়া সিনিয়র রেংকিং ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে চ্যাম্পিয়ন হলেন শিলচরের সুরজ গোয়ালা। হরিয়ানার বাহাদুরগড়ে আয়োজিত টুর্নামেন্টে সুরজের পার্টনার ছিলেন পৃথ্বী রায়। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১৫-২১, ২১-১৮, ২১-১২ ব্যবধানে খেতাব জিতে নেন সুরোজ ও পৃথ্বী জুটি। তারা হারান নীতিন-প্রতীক জুটিকে।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে প্রথম গেম হেরে যান সুরোজ-পৃথ্বী জুটি। তবে এরপরই ঘুরে দাঁড়ান। দারুন লড়াই উপহার দিয়ে টানা দু গেম জেতে চ্যাম্পিয়নশিপ জিতে নেন। এর আগে সেমিফাইনালে মনজিত-দিংকু জুটিকে ২৩-২১, ২১-১৭ গেমে হারান সুরোজ -পৃথ্বী জুটি। জাতীয় স্তরে সিনিয়র রেংকিং ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হওয়া সুরজ তো বটেই শিলচরের ক্রীড়াঙ্গনের জন্য দারুন খবর।

এখন পর্যন্ত সুরজের ক্যারিয়ারে এটাই সবচেয়ে বড় সাফল্য। এর আগে ২০১৮ সালে অংশুমান গগৈর সঙ্গে জুটি বেঁধে অনূর্ধ্ব ১৭ জাতীয় রেংকিং ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জিতেছিলেন সুরোজ। একই বছরে মায়ানমারে অনূর্ধ্ব ১৭ টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন সুরজ ও অংশুমান। ২০১৬ সালে প্রথমবার অনূর্ধ্ব ১৫ রাজ্য চ্যাম্পিয়ন হয়েছিলেন সুরোজ।

Comments are closed.