Also read in

অল ইন্ডিয়া সিনিয়র রেংকিং ব্যাডমিন্টনে ঐতিহাসিক সাফল্য শিলচরের শাটলার সুরজের

একের পর এক সাফল্য অর্জন করে চলেছেন শিলচরের শাটলার সুরজ গোয়ালা। ইয়োনেক্স অল ইন্ডিয়া সিনিয়র রেংকিং ব্যাডমিন্টনে নজর কাড়া সাফল্য পেলেন সুরজ। মহারাষ্ট্রের শহর পুনেতে অনুষ্ঠিত জাতীয় সিনিয়র রেংকিংয়ে জোড়া পদক জিতলেন তিনি।

প্রুথি রয়ের সঙ্গে জুটি বেঁধে পুরুষদের ডাবলসে ব্রোঞ্জ পদক জেতেন সুরজ। এরপর মিক্সড ডাবলসে মনালি বরার সঙ্গে জুটি বেঁধে সিলভার পদক জেতেন সুরজ। এটা শুধু গোটা উপত্যকার নয়, এ রাজ্যের জন্য ও দারুন খবর। শুধু জাতীয় স্তরে নয়, আন্তর্জাতিক সার্কিটেও একের পর এক সাফল্য অর্জন করে চলেছেন শিলচরের সুরজ। ভালো প্রশিক্ষনের জন্য এই মুহূর্তে তিনি বেঙ্গালুরুতে প্রশিক্ষণ নিচ্ছেন। সেখানকার জে পি নগরে এক অ্যাকাডেমিতে অনুশীলন করছেন।

বয়স ভিত্তিক ইভেন্টে চ্যাম্পিয়ন দিয়ে শুরু হয়েছিল সুরজের সাফল্য। সেখান থেকে রাজ্য চ্যাম্পিয়ন হলেন। ইতিমধ্যেই জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বেশ কিছু ইভেন্টে দারুণ ফল করেছেন তিনি ‌। কিছুদিন আগে ভারতীয় দলের হয়ে খেলে এসেছেন মালদ্বীপে। এই মুহূর্তে রাজ্য ডাবলস রেংকিংয়ে এক নম্বরে রয়েছেন সুরজ। জাতীয় ব্যাংকিংয়ে তিন নম্বরে। এবং মিক্সড ডাবলসে সুরজের ন্যাশনাল র‍্যাংকিং সাত।

গত আট মাস ধরে সুরজ রয়েছেন বেঙ্গালুরুতে। একসময়ের আন্তর্জাতিক শাটলার জগদীশ যাদবের অ্যাকাডেমিতে অনুশীলন করছেন। নিয়মিত জাতীয় ও আন্তর্জাতিক শাটলার উপহার দিচ্ছে এই অ্যাকাডেমি। এভাবেই ছন্দটা ধরে রাখলে হয়তো আগামীতে অলিম্পিকেও দেশের প্রতিনিধিত্ব করবে শিলচরের ছেলে সুরজ।

Comments are closed.