
নর্থইস্ট ইউনাইটেডের রিজার্ভ দলে খেলছেন শিলচরের তরুণ মিডফিল্ডার জেংচুন
একটা সময় দারুণ প্রত্যাশা জাগিয়ে তুলেছিলেন শিলচরের তরুণ ফুটবলার জেংচুন রংমাই। ভারতীয় অনূর্ধ্ব ১৭ দলের জার্সি গায়ে বিশ্বকাপ খেলার একেবারে দোড়গোড়ায় পৌঁছে গিয়েছিলেন এই প্রতিভাবান মিডফিল্ডার। তবে একেবারে শেষ মুহূর্তে দল থেকে ছিটকে যান। তারপর থেকেই ফের একবার রাজ্য তথা জাতীয় স্তরে নিজেকে প্রতিষ্ঠিত করতে লড়াই চালিয়ে যাচ্ছেন। এই লক্ষ্য নিয়েই এবার আই এস এলের দল নর্থইস্ট ইউনাইটেড এফসির রিজার্ভ দলে যোগ দিয়েছেন জেংচুন। এই মুহূর্তে নর্থইস্ট ইউনাইটেড এর রিজার্ভ দলটি খেলছে গুয়াহাটি ক্রীড়া সংস্থার সি ডিভিশন ফুটবল লিগে। ইতিমধ্যে তিনটি ম্যাচও খেলে নিয়েছেন জেংচুন। পারফরম্যান্স ও ভালো করছেন।
আসলে এবার আর শিলচরের ফুটবল মরশুম হচ্ছে না। এই সুযোগটাকে কাজে লাগিয়েই শিলচরের টাউন ক্লাব থেকে আন্তজেলা ছাড়পত্র নিয়ে নর্থ ইস্ট ইউনাইটেডের রিজার্ভ দলটিতে সই করেছেন শিলচরের তারকা মিডফিল্ডার। তবে এখানেই থেমে যেতে রাজি নন জেংচুন। তার লক্ষ্য ডুরান্ড কাপ। সেখানে ভালো পারফর্ম করে জাতীয় স্তরে নিজেকে মেলে ধরতে চান। ডুরান্ড কাপে বিশেষ নজর থাকে আই এস এলের দলগুলির। জাতীয় স্তরের এই টুর্নামেন্টে ভালো পারফর্ম করলে আই এস এল ফ্রাঞ্চাইজিগুলির নজরে আসা যায়। আপাতত সে দিকেই ফোকাস করছেন জেংচুন। ডুরান্ডে ভালো পারফর্ম করে আইএসএলে সুযোগ করে নিতে চান।
গুয়াহাটির লিগ কে ডুরান্ড কাপের প্রস্তুতি হিসেবে কাজে লাগাতে চাইছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। এজন্যই শিলচর থেকে জেংচুনকে সই করিয়েছে তারা। গুয়াহাটি থেকেই দলের টিম কম্বিনেশনটা সেরে ফেলতে চাইছে। আই এস এলের জন্য এখান থেকেই একটা শক্তিশালী দল করতে চাইছে টিম ম্যানেজমেন্ট। রিজার্ভ দলে সুযোগ পেলেও ডুরান্ড কাপের দলের সুযোগ পেতে জেংচুনকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। সেটা ভালো করেই জানেন শিলচরের তরুণ ফুটবলার। এজন্যই এখান থেকে প্রতিটি ম্যাচেই নিজের সেরাটা পারফর্ম করতে চাইছেন।
জেংচুন বলেন, ‘এই অভিজ্ঞতা আমার খুব কাজ দেবে। এই রিজার্ভ দল থেকেই আই এস এলের জন্য দল গঠন করা হবে। এছাড়া আগামী ১৩ আগস্ট থেকে শুরু হচ্ছে ডুরান্ড কাপ। সেখানেও নর্থইস্ট ইউনাইটেড এফসি তাদের খেলোয়াড়দের প্রমোট করবে। কাজেই এটা আমার জন্য একটা দারুন সুযোগ।’ শিলচরের তরুণ মিডফিল্ডার বলেন, ‘গুয়াহাটি লিগে খেলার সুবাদে অনেক কিছু শিখতে পারছেন। এটা রিজার্ভ দল হলেও দলের কোচিং স্টাফরা টেকনিক্যাল দিক থেকে অনেকটাই এগিয়ে। ফলে এখানে খেলার সুবাদে অনেক কিছু শিখতে পারছি। যা আগামীতে আমার খুব কাজ দেবে।’
Comments are closed.