Also read in

সত্য উদ্ঘাটনে মৌসুমী দাসকে ভারতে ফিরিয়ে আনা হোক: সুষমার সঙ্গে সাক্ষাতে দাবি শিপ্রা গুণের

মৌসুমী দাসকে নিয়ে জল্পনা কল্পনা যেন কিছুতেই থামতে চাইছে না। কিছুদিন আগেই আমরা বরাক বুলেটিন থেকে মৌসুমী দাসের ‘বর’ নুমন বাদশার দুলাভাই সুমন খানের সঙ্গে ফোনে আলাপ করে সাক্ষাৎকার নিয়েছিলাম। বিষয়টি যত দিন যাচ্ছে ততই সংবেদনশীল হয়ে উঠছে। ভারতীয় বিদেশ মন্ত্রককেও এই ব্যাপারে অবগত করানো হয়েছে এবং স্বয়ং বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন।

করিমগঞ্জের বিজেপি নেত্রী শিপ্রা গুণ গত বুধবার নুতন দিল্লিতে সুষমা স্বরাজের সঙ্গে দেখা করেন। শ্রীমতী গুন আমাদের প্রতিনিধিকে জানান যে মৌসুমী দাসকে ভারতে আনার প্রক্রিয়া শুরু হয়ে গেছে । মৌসুমীকে অপহরণ করে বাংলদেশ নিয়ে ধর্মান্তকরণে বাধ্য করা হয়েছে বলে সন্দেহ নেত্রীর।

তিনি আমাদেরকে জানান যে বাংলাদেশে মৌসুমী যে বক্তব্য দিয়েছিল সেটা জোর করে তাকে বলানো হয়েছে এটাই তিনি সন্দেহ করছেন। আদালত বলেছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মৌসুমীর বক্তব্য লিপিবদ্ধ করার জন্য কিন্তু এইক্ষেত্রেও তার বক্তব্যে গরমিল হতে পারে। তাই মৌসুমীকে ভারতে এনে আদালতে সশরীরে দেওয়া বক্তব্যকে তিনি সমর্থন করবেন।

অন্যদিকে বিজেপির সংখ্যালঘু নেতা ইকবাল হুসেনের ভূমিকাও সন্দেহের ঊর্ধ্বে নয় কারণ বাংলাদেশে গিয়েই মৌসুমীর ঠিকানা খুঁজে পাওয়াটা নেহাত কাকতলীয় হতে পারে না। ইকবাল হুসেনও এই কাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন তিনি।

উল্লেখযোগ্য যে গত মার্চ মাসে করিমগঞ্জের বাসিন্দা ২১ বছরের যুবতী মৌসুমী দাস নিখোঁজ হয়ে যায়। বেশকদিন পর এটা জানা যায় যে সে অবৈধভাবে নুমান বাদশার সঙ্গে বাংলাদেশ পাড়ি দিয়েছে। ঢাকার ডেমরা মেট্রোপলিটন পুলিশ স্টেশনে দাঁড়িয়ে সে যে বক্তব্য রেখেছিল তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। দাসকে কিছু প্রশ্ন করা হয় ক্যামেরার সামনে এবং সে সবকটি প্রশ্নরই উত্তর দিতে থাকে। সে নিজের ইচ্ছেতেই বাংলাদেশ এসেছে বলে প্রকাশ করে এবং প্রতিবেশী দেশে এসে যে তার ভালো লেগেছে সেটাও জানায়। তার ভারতে ফিরে আসার কোনো ইচ্ছে নেই এবং তারা সুখী বৈবাহিক জীবন কাটাচ্ছেন বলে জানায় সে। ভিডিওতে মৌসুমীকে মুসলিমদের ঐতিহ্যগত পোশাক বোরখা পরিধান করতে দেখা যায়।

Comments are closed.